আরিফুল হক চৌধুরী বলেন: রাজনীতিতে হতাশা ও শেষ বলে কিছু নেই।
রাজনীতিতে হতাশা ও শেষ বলে কিছু নেই। আমরা হতাশ নই বরং উজ্জীবিত। আমাদের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দল সুসংগঠিত ও উজ্জীবিত রয়েছে। গত কয়েক বছর ধরে দিন বদলের আশায় টানা কর্মসূচি পালন করছে বিএনপি। অবৈধ সরকারের অবৈধ নির্বাচনের সময় বিএনপি নেতা কর্মীরা কি পরিমান নির্যাতন ও নিপীড়ন হয়েছে সেগুলো সবার জানা। দলের এসব নেতাকর্মীদের দেখাশোনা করা ও তাদের পাশে দাঁড়ানো, সহানুভূতি দেখানো আমাদের নৈতিক দায়িত্ব,।
গোয়াইনঘাট উপজেলা শ্রমিকদলের ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এসব কথা বলেন,।
বৃহস্পতিবার বিকেলে গোয়াইনঘাট উপজেলা শ্রমিক দলের সভাপতি মো: আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আব্দুস সালাম এবং জেলা ছাত্রদলের সহ সম্পাদক সোহেল আহমেদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, কেন্দ্রীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিক দলের আহ্বায়ক মো: সুরমান আলী,।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম শাহপরান, সিলেট জেলা শ্রমিক দলের সদস্য সচিব মো:নুরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি আমজাদ বক্সসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মী,।
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানসহ মরহুম সকল বিএনপি নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ অসুস্থ সকল নেতাকর্মীর সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর।
আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 