Sobujbangla.com | প্রতিবাদের উত্তাপ সারা বাংলা হিমঘরে কফিনবন্দি হাদি।
News Head
 অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, নারীসহ গ্রেফতার ৩, প্রতিবাদের উত্তাপ সারা বাংলা হিমঘরে কফিনবন্দি হাদি। আসছেন বাংলায়,তারেক রহমান ট্রাভেল পাস হাতে পেয়েছেন। মানুষ এখন শাসনব্যবস্থায় আমূল পরিবর্তন চায় জামাতের আমির বলেন। প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা’। ৩২ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে ছোট এক মামলায়: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা। ছাত্রলীগের সভাপতি গ্রেফতার,সিলেটের। পবিত্র মাটিতে আর কোনোদিন ফিরে আসবে না ফ্যাসিস্ট। এই দেশ রাষ্ট্র আমাদের, এর ভবিষ্যৎও আমাদের হাতেই: প্রধান উপদেষ্টা। মুক্তি যুদ্ধ স্বাধীনতাবিরোধীরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়: মির্জা ফখরুল। নতুন তথ্য দিলেন কবির হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে।

প্রতিবাদের উত্তাপ সারা বাংলা হিমঘরে কফিনবন্দি হাদি।

  |  ২০:০৬, ডিসেম্বর ১৯, ২০২৫

হাসপাতালের হিমঘরে নেওয়া হচ্ছিল, তখন প্রধান ফটকের বাইরে এ হত্যার প্রতিবাদের উত্তাপ ছড়িয়ে পড়ছিল ক্ষণে ক্ষণে। অগুনিত মানুষের ভিড়ের মধ্যে বিমানবন্দর থেকে আসা অ্যাম্বুলেন্সটি একটু একটু করে এগিয়ে যায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরের দিকে আর সরব হতে থাকে স্লোগান।
এ অ্যাম্বুলেন্সকে ঘিরে এগিয়ে যাওয়া মিছিলটি ছিল হাদি হত্যার প্রতিবাদে রাজপথে নেমে আসা মানুষের দিনভর ক্ষোভ আর প্রতিবাদের একটি অংশ।

সিঙ্গাপুর থেকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর খবর আসার পর বৃহস্পতিবার রাতে যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছিল সেটি অব্যাহত ছিল শুক্রবার দিনজুড়েই। হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা বাদ যায়নি এদিনও। জুমার নামাজের পর বিক্ষোভকারীদের আহ্ববানে ভরে ওঠে রাজধানীর অনেক সড়ক-এলাকা। শুক্রবারও উত্তাল ছিল শাহবাগ।

দুই সংবাদপত্র কার্ালয় ও ছায়ানট ভবনে আক্রমণ-আগুনের রেশ রয়ে যায় ছুটির এ দিনটাতেও। এ তিন স্থানে হামলা নিয়ে বাদ-প্রতিবাদ আর সরকারের আবারও সহিংসতার বিরুদ্ধে কঠোর হওয়ার প্রতিশ্রুতির মধ্যে প্রথম আলোর কার্ালয়ের সামনের মানববন্ধন বাধাপ্রাপ্ত হয়। বাকবিতণ্ডার মধ্যে মাঝপথে সংবাদকর্মীদের এ কর্মসূচিতে বিরতি দিতে হয়।

এদিন দুপুরে আরও এক দফা ভাঙচুর চালানো হয় আগের কয়েক দফায় গুঁড়িয়ে দেওয়া ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে।

এরপর রাজধানীতে দিনভর নতুন কোনো হামলা-ভাঙচুরের খবর না এলেও সন্ধ্যায় আবার আগুনের খবর আসে, উদীচী কার্ালয়ের সব কিছু পুড়ে যায় আধা ঘণ্টার এক অগ্নিকাণ্ডে।
একের পর এক হামলা ভাঙচুর চলিতেছে ওসমান হাদীর মৃত্যু নিয়ে,
এবং বিভিন্ন স্লোগানে উত্তাল বাংলা।

এ বিভাগের অন্যান্য সংবাদ