Sobujbangla.com | প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা’।
News Head
 অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, নারীসহ গ্রেফতার ৩, প্রতিবাদের উত্তাপ সারা বাংলা হিমঘরে কফিনবন্দি হাদি। আসছেন বাংলায়,তারেক রহমান ট্রাভেল পাস হাতে পেয়েছেন। মানুষ এখন শাসনব্যবস্থায় আমূল পরিবর্তন চায় জামাতের আমির বলেন। প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা’। ৩২ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে ছোট এক মামলায়: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা। ছাত্রলীগের সভাপতি গ্রেফতার,সিলেটের। পবিত্র মাটিতে আর কোনোদিন ফিরে আসবে না ফ্যাসিস্ট। এই দেশ রাষ্ট্র আমাদের, এর ভবিষ্যৎও আমাদের হাতেই: প্রধান উপদেষ্টা। মুক্তি যুদ্ধ স্বাধীনতাবিরোধীরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়: মির্জা ফখরুল। নতুন তথ্য দিলেন কবির হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে।

প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা’।

  |  ১৯:১৪, ডিসেম্বর ১৯, ২০২৫

তরুণ রাজনীতি বীর,ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির নামাজে জানাজা শনিবার (২০ ডিসেম্বর) বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এ সময় সংসদ ভবন এলাকা ঘিরে কিছু নির্দেশনা অনুসরণ করতে বলেছে অন্তর্বর্তী সরকার।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে কয়েকটি নির্দেশনার কথা জানানো হয়।

এতে বলা হয়, শনিবার বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। শহীদ ওসমান হাদির নামাজে জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারি বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। একইসঙ্গে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এসময় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।

বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তার মৃত্যুর সংবাদ ঢাকায় পৌঁছালে কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ভাঙচুরের ঘটনা ঘটে।

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে অংশ নিতে গেলে চলন্ত মোটরসাইকেল থেকে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য পরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয়।

আজ আজ সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৫৮৫ ফ্লাইটটি অবতরণ করে। এর আগে বাংলাদেশ সময় দুপুর ২টা ‌৩ মিনিটে ফ্লাইটটি চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ