Sobujbangla.com | এনসিপি, মুখ্য পাত্র বলেন মুক্তিযুদ্ধ কোনো একক দলের সম্পত্তি নয়।
News Head
 পবিত্র মাটিতে আর কোনোদিন ফিরে আসবে না ফ্যাসিস্ট। এই দেশ রাষ্ট্র আমাদের, এর ভবিষ্যৎও আমাদের হাতেই: প্রধান উপদেষ্টা। মুক্তি যুদ্ধ স্বাধীনতাবিরোধীরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়: মির্জা ফখরুল। নতুন তথ্য দিলেন কবির হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে। এনসিপি, মুখ্য পাত্র বলেন মুক্তিযুদ্ধ কোনো একক দলের সম্পত্তি নয়। শহীদের চেতনা মুক্তিযুদ্ধ ও শহীদ জিয়া একই সূত্রে গাঁথা। বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।

এনসিপি, মুখ্য পাত্র বলেন মুক্তিযুদ্ধ কোনো একক দলের সম্পত্তি নয়।

  |  ১৮:২১, ডিসেম্বর ১৬, ২০২৫

এনসিপি, জাতীয় নাগরিক পার্টির
আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধ বাংলাদেশের অন্যতম ভিত্তি এবং স্বাধীনতার মূলস্তম্ভ। এটি কোনো একক দলের সম্পত্তি নয়; ৫ আগস্ট আমরা একে দলীয় বয়ান থেকে বের করে এনেছি।
মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটর থেকে শহীদ মিনার পর্যন্ত বিজয় র‍্যালি শেষে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। মিছিলটি বাংলামোটর থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
তিনি বলেন ‘আমরা এই আন্দোলন ও সংগ্রাম অব্যাহত রাখব। মুক্তিযুদ্ধ আমাদের, ইসলাম আমাদের, জুলাইও আমাদের। মুক্তিযুদ্ধ ও ইসলামকে মুখোমুখি দাঁড় করানোর এই রাজনীতির বিরুদ্ধে দেশকে রক্ষা করা হবে।
দেশে ধর্মের নামে ভোট চাওয়ার রাজনীতি চলছে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, নির্বাচন বানচালের চেষ্টা চলছে। আমরা নির্বাচনের মধ্যদিয়েই গণতান্ত্রিক উত্তরণ ও সংসদের জোয়ার চাই।

তিনি জানান, দ্রুত বাকি আসনগুলোতে এনসিপির প্রার্থী ঘোষণা করা হবে এবং আসন্ন নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তোলা হবে।
তাই সবাইকে সজাগ থাকার আহ্বান করেন, নির্বাচন হতেই হবে বলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ