Sobujbangla.com | আওয়ামী লীগ নানামুখী চাপ সামলে ফের সরকার গঠনের পথে আ.লীগ।
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

আওয়ামী লীগ নানামুখী চাপ সামলে ফের সরকার গঠনের পথে আ.লীগ।

  |  ২২:২০, ডিসেম্বর ২৮, ২০২৩

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় রয়েছে আওয়ামী লীগ। চলতি বছরের শুরু থেকেই নানামুখী চাপে ছিল আওয়ামী লীগ। বিশেষ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এ বছর সবচেয়ে বেশি চাপ সামলাতে হয়েছে ক্ষমতাসীন দলটিকে। বিএনপি ও সমমনা দলগুলোর আন্দোলন ও পশ্চিমা দেশগুলোর অব্যাহত চাপ সামলাতেই বছর পার হয়ে গেছে দলটির। এ ছাড়া নির্বাচনী বছরে তৃণমূলের নেতাকর্মীদের অন্তঃকোন্দল মিটিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করাও ছিল বড় চ্যালেঞ্জ। তবে নানান কৌশলে সব চাপ সামলে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পথে এগোচ্ছে শেখ হাসিনার নেতৃত্বাধীন উপমহাদেশের অন্যতম প্রাচীনতম এ রাজনৈতিক দলটি। লম্বা সময় ধরে ক্ষমতায় থাকার কারণে নানান সময়ে বিভিন্ন দল থেকে অনেকে আওয়ামী লীগে অনুপ্রবেশ করেছেন। তাদের কেউ কেউ আবার দলীয় পদ-পদবিও বাগিয়ে নিয়েছেন। অন্যদিকে দীর্ঘ সময় ধরে রাজনীতি করেও অনেকে যথাযথ মূল্যায়ন পাননি। এসব কারণসহ নানান কারণে দলটির নেতাকর্মীদের মধ্যে অন্তঃকোন্দল বেড়েছে। বিশেষ করে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে অন্তঃকোন্দল ব্যাপক হারে বেড়েছে। যে কারণে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে দলটির অনেক নেতাকর্মী বিদ্রোহী প্রার্থী হয়ে ভোটে অংশ নেন। এর ফলে অনেককে বহিষ্কারও করা হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় রয়েছে আওয়ামী লীগ। চলতি বছরের শুরু থেকেই নানামুখী চাপে ছিল আওয়ামী লীগ। বিশেষ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এ বছর সবচেয়ে বেশি চাপ সামলাতে হয়েছে ক্ষমতাসীন দলটিকে। বিএনপি ও সমমনা দলগুলোর আন্দোলন ও পশ্চিমা দেশগুলোর অব্যাহত চাপ সামলাতেই বছর পার হয়ে গেছে দলটির। এ ছাড়া নির্বাচনী বছরে তৃণমূলের নেতাকর্মীদের অন্তঃকোন্দল মিটিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করাও ছিল বড় চ্যালেঞ্জ। তবে নানান কৌশলে সব চাপ সামলে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পথে এগোচ্ছে শেখ হাসিনার নেতৃত্বাধীন উপমহাদেশের অন্যতম প্রাচীনতম এ রাজনৈতিক দলটি। লম্বা সময় ধরে ক্ষমতায় থাকার কারণে নানান সময়ে বিভিন্ন দল থেকে অনেকে আওয়ামী লীগে অনুপ্রবেশ করেছেন। তাদের কেউ কেউ আবার দলীয় পদ-পদবিও বাগিয়ে নিয়েছেন। অন্যদিকে দীর্ঘ সময় ধরে রাজনীতি করেও অনেকে যথাযথ মূল্যায়ন পাননি। এসব কারণসহ নানান কারণে দলটির নেতাকর্মীদের মধ্যে অন্তঃকোন্দল বেড়েছে। বিশেষ করে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে অন্তঃকোন্দল ব্যাপক হারে বেড়েছে। যে কারণে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে দলটির অনেক নেতাকর্মী বিদ্রোহী প্রার্থী হয়ে ভোটে অংশ নেন। এর ফলে অনেককে বহিষ্কারও করা হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় রয়েছে আওয়ামী লীগ। চলতি বছরের শুরু থেকেই নানামুখী চাপে ছিল আওয়ামী লীগ। বিশেষ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এ বছর সবচেয়ে বেশি চাপ সামলাতে হয়েছে ক্ষমতাসীন দলটিকে। বিএনপি ও সমমনা দলগুলোর আন্দোলন ও পশ্চিমা দেশগুলোর অব্যাহত চাপ সামলাতেই বছর পার হয়ে গেছে দলটির। এ ছাড়া নির্বাচনী বছরে তৃণমূলের নেতাকর্মীদের অন্তঃকোন্দল মিটিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করাও ছিল বড় চ্যালেঞ্জ। তবে নানান কৌশলে সব চাপ সামলে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পথে এগোচ্ছে শেখ হাসিনার নেতৃত্বাধীন উপমহাদেশের অন্যতম প্রাচীনতম এ রাজনৈতিক দলটি। লম্বা সময় ধরে ক্ষমতায় থাকার কারণে নানান সময়ে বিভিন্ন দল থেকে অনেকে আওয়ামী লীগে অনুপ্রবেশ করেছেন। তাদের কেউ কেউ আবার দলীয় পদ-পদবিও বাগিয়ে নিয়েছেন। অন্যদিকে দীর্ঘ সময় ধরে রাজনীতি করেও অনেকে যথাযথ মূল্যায়ন পাননি। এসব কারণসহ নানান কারণে দলটির নেতাকর্মীদের মধ্যে অন্তঃকোন্দল বেড়েছে। বিশেষ করে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে অন্তঃকোন্দল ব্যাপক হারে বেড়েছে। যে কারণে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে দলটির অনেক নেতাকর্মী বিদ্রোহী প্রার্থী হয়ে ভোটে অংশ নেন। এর ফলে অনেককে বহিষ্কারও করা হয়। নির্বাচনের বছরে দলের নেতাকর্মীদের মধ্যকার অন্তঃকোন্দল মিটিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করা ছিল আওয়ামী লীগের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। তবে বছরের শুরু থেকেই দলটি অনেকটা কৌশলী হয়ে পা ফেলছে। বছরের শুরুর দিকেই আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি করা হয়। এরপর ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। পাশাপাশি সারাদেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলোর কমিটি দেওয়া হয়েছে।এসব কমিটিতে বিতর্কিতদের বাদ দিয়ে ত্যাগী ও পরিক্ষিতদের রাখার চেষ্টা করেছে কেন্দ্র।এ ছাড়াও বিভিন্নভাবে দিকনির্দেশনা দিয়ে কেন্দ্রীয় নেতারা তৃণমূলের নেতাকর্মীদের অন্তঃকোন্দল মেটানোর চেষ্টা করেছেন। দলকে এগিয়ে নেওয়ার জন্য সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ