Sobujbangla.com | নির্দেশ পেলে গুলি করবে পুলিশ: ফেনীর পুলিশ সুপার।
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

নির্দেশ পেলে গুলি করবে পুলিশ: ফেনীর পুলিশ সুপার।

  |  ২১:৫৭, ডিসেম্বর ২৮, ২০২৩

নির্বাচনে ব্যালট ছিনিয়ে নিলে, প্রিসাইডিং অফিসারের নির্দেশ পেলে গুলি করবে পুলিশ। এতোখানি ক্ষমতা দেয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। ব্যালট রক্ষায় পুলিশের ওপর কঠিন নির্দেশনা রয়েছে। এমন মন্তব্য করেছেন ফেনীর পুলিশ সুপার জাকির হাসান। তিনি বলেছেন, প্রিসাইডিং অফিসার থাকবেন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের ক্ষমতায়। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুরে ফেনীর দাগনভূঞা বাজারের জিরো পয়েন্টে জেলা তথ্য অফিসের আয়োজনে ভোটারদের উদ্বুদ্ধকরণ সভায় তিনি এসব কথা বলেন তিনি। বলেন, গোপন কক্ষে ভোটার ছাড়া কারো যাওয়ার সুযোগ থাকবে না। কারো কাছে মোবাইল ফোন থাকবে না। আগামী ৭ জানুয়ারি নির্বাচনে আপনারা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারবেন। পুলিশ সুপার জাকির হাসান বলেন, ভোট নিয়ে বিভিন্ন মহল গুজব ও প্রপাগান্ডা ছড়াচ্ছে। এ কারণে এবারে ভোটে প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার সকালে পৌঁছে দেয়া হবে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় পাঁচটি বাহিনী মাঠে কাজ করবে। এবার ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আগামী ৭ জানুয়ারী কেন্দ্রে এসে সকলে পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি। এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা ও ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, ফেনী-৩ আসনে এবার ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা যেন আচরণবিধি মেনে প্রচার প্রচারণা করতে পারেন, ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারেন সেজন্য আমরা এই উদ্বুদ্ধকরণ সভা করছি। এলাকার ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে এসে ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদরা থাকবে তাঁরা ভোটগ্রহণ থেকে শুরু করে শেষ পর্যন্ত কঠোর নিরাপত্তা দিবে। ফেনী জেলা তথ্য অফিসার রাশেদুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা নির্বাচনী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম। এসময় উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমা, দাগনভুঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ