Sobujbangla.com | নতুন কিছু পেতে যাচ্ছে সম্মেলন থেকে কি।
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

নতুন কিছু পেতে যাচ্ছে সম্মেলন থেকে কি।

  |  ২৩:০১, মার্চ ২৮, ২০২৩

১৯ দেশের অংশগ্রহের ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী ইউনিস্কোর ভারত মহাসাগর বিষয়ক আন্তসরকারী আঞ্চলিক কমিটি-আইওসিআইএনডিআইও এর ৯ম সেশন। যাকে বাংলাদেশের সমুদ্র সক্ষমতা অর্জনের সহায়ক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের চেয়ারম্যান নাজমুস সাকিব খান বলেন, বিশ্বের সবগুলো মহাসাগরকে ঘিরেই ইউনিস্কোর ইন্টারগভার্মেন্টাল ওশানোগ্রাফিক কমিশনের সাবকমিশন হয়েছে। তবে ভারত মহাসাগর এখনো সাবকমিটি রূপে রয়েছে। এই সাব কমিটিকে দ্রুত কমিশনে রূপান্তরে বাংলাদেশ বড় ভূমিকা রাখতে পারলে এর মাধ্যমে সুফলও নেওয়া যাবে বলে মনে করেন দেশের সমুদ্র বিশেষজ্ঞরা। এসব বিষয়ে আরও কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. এ কে এম আজম চৌধুরী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ওশানোগ্রাফি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোসলেম উদ্দিন। বর্তমান সাব কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান হলেন রিয়ার এডমিরাল খুরশেদ আলম। তিনিও বলছেন, এই কমিটিকে সাব কমিশনে রূপ দেওয়াকেই প্রাধান্য দিচ্ছেন তিনি। তিনদিন ব্যাপী এই কনফারন্সে আইওসিআইএনডিআইও-এর আগামী ২ বছরের নতুন কমিটি গঠন করার কথা রয়েছে। খেরশেদ আলমের আগে এই কমিটির সহসভাপতির দায়িত্ব পালন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোসলেম উদ্দিন মুন্না।

এ বিভাগের অন্যান্য সংবাদ