Sobujbangla.com | কাদের সিদ্দিকী বলেন : ক্ষমতা থাকলে এখনই আইনমন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বের করে দিতাম।
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

কাদের সিদ্দিকী বলেন : ক্ষমতা থাকলে এখনই আইনমন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বের করে দিতাম।

  |  ২০:০৮, ফেব্রুয়ারি ২৪, ২০২৩

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ক্ষমতা থাকলে এখনই আইনমন্ত্রীকে সভা থেকে বের করে দিতাম। তিনি দেশটাকে ডুবিয়ে ফেলেছেন।খালেদা জিয়ার রাজনীতি করার বিষয়ে আইনমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, খালেদা জিয়া রাজনীতি করলে যদি অসুবিধা না হয়, তাহলে তাকে ঘরে আটকে রেখেছেন কেনো প্রশ্ন করেন এ প্রবীণ রাজনৈতিক নেতা।  শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বোয়ালী ডিগ্রি কলেজ মাঠে যাদবপুর ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কাদের সিদ্দিকী এসব কথা বলেন।  তিনি বলেন, দেশ যেভাবে যাচ্ছে, তাতে আগামী ৫-১০ বছরের মধ্যে আওয়ামী লীগের মসজিদে বিএনপি যাবে না, বিএনপির কবরস্থানে আওয়ামী লীগও কাউকে কবর দেবে না। আমি এরকম দেশ চাই না। বৃহস্পতিবার এক সেমিনারে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনীতি করার বিষয়ে কোনো আইনি বাধা নেই। তবে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি জহির উদ্দিন ডিলারের সভাপতিত্বে ওই জনসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীক, শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, জেলা কৃষক শ্রমিক  জনতা লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল হালিম সরকার লাল, সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন সজীব, উপজেলা জনতা লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবদুস ছবুর, আশিক জাহাঙ্গীর, আলমগীর সিদ্দিকী প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ