Sobujbangla.com | প্রতিবন্ধীদের বাড়তি কোভিড সুরক্ষা চান জার্মান আদালত।
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

প্রতিবন্ধীদের বাড়তি কোভিড সুরক্ষা চান জার্মান আদালত।

  |  ১৯:৫৮, ডিসেম্বর ২৮, ২০২১

জার্মানির সাংবিধানিক আদালত মঙ্গলবার এক রুলে বলেছে, করোনা ভাইরাসজনিত মহামারীতে হাসপাতালগুলো জরুরি চিকিৎসা প্রদানে বাধ্য হলে প্রতিবন্ধীদের বৈষম্যের শিকার হওয়া থেকে সুরক্ষা দেয়ার জন্য আইন প্রণেতাদের অবশ্যই বিধি প্রণয়ন করতে হবে। নয়জন প্রতিবন্ধী বা দীর্ঘ দিন ধরে অসুস্থ ব্যক্তি হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসা প্রদানের ক্ষেত্রে কঠোর বিধি প্রণয়নের দাবি জানিয়ে জার্মানির ফেডারেল সাংবিধানিক আদালতে আবেদন করার প্রেক্ষিতে এ রায় প্রদান করা হয়। উল্লেখ্য, ২০২০ সালের গোড়ার দিকে জরুরি স্বাস্থ্য সেবা প্রদান করা শুরু হয়েছে এবং এই অবস্থার তৃতীয় বছর চলছে। বর্তমানে ওমিক্রন সংক্রমন বৃদ্ধি পাওয়ায় আশঙ্কা দেখা দিয়েছে যে, ভেন্টিলেটরের মতো চিকিৎসা সুবিধা না থাকার কারণে কাদেরকে সুরক্ষা দেয়া হবে তাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হাসপাতালগুলো চাপের মুখোমুখি হবে। বর্তমানে চিকিৎসা কর্মীদের কাজ করার বিষয়ে কেবল নির্দেশনা রয়েছে।  চিকিৎসা প্রদানের ক্ষেত্রে প্রতিবন্ধি বা সহজাত অসুস্থতার ভিত্তিতে অগ্রাধিকার দেয়ার বিষয়টি প্রচলিত নির্দেশনা অনুযায়ী বিধি সম্মত নয়। আদালত স্বীকার করেছে যে, এক্ষেত্রে ঝুঁকি রয়েছে, কার বাঁচার সম্ভাবনা রয়েছে সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহন তারা প্রভাবিত করতে পারেন। আদালত আরো বলেছে, এই পরিস্থিতিতে নিশ্চিত করতে হবে যে, বাঁচার স্বল্প সম্ভাবনার ভিত্তিতেই সিদ্ধান্ত নিতে হবে। নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে কোভিড সংক্রমণ বেড়ে যাওয়ায় জার্মানির হাসপাতালগুলো বারবার সতর্ক করেছে যে, তাদের সক্ষমতা ছাড়িয়ে যেতে পারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ