Sobujbangla.com | দেশে ফিরলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

দেশে ফিরলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  |  ২০:৫৩, ডিসেম্বর ১২, ২০২১

ভারত সফর শেষে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ফিরেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।  রোববার (১২ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে ভারত থেকে তিনি বাংলাদেশে প্রবেশ করেন। বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ রাজু আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেন। বাংলাদেশে প্রবেশকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে বেনাপোল চেকপোস্টে ফুলেল শুভেচ্ছা জানান বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান, পৌর মেয়র আশরাফুল আলম লিটন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান, কাস্টমস ডেপুটি কমিশনার আবুল কাইয়ুম, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, বন্দর উপ পরিচালক আব্দুল জলিল ও মামুন কবির তরফদারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।  প্রতিমন্ত্রী বেনাপোল পৌঁছলে স্থানীয় সাংবাদিকরা তাকে জানান, ব্যবসায়ীক ভিসায় যাত্রীদেরকে পেট্রাপোল বন্দর দিয়ে গত দুইদিন যাবৎ ভারতে প্রবেশ করতে দিচ্ছে না। বিষয়টি তিনি দেখবেন বলে সাংবাদিকের জানান। এসময় প্রতিমন্ত্রী বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। দু‘দেশের মধ্যে এ সম্পর্ককে আরও সমন্বিত করতে স্থলবন্দরগুলোর উন্নয়নসহ ব্যবসায়-বাণিজ্য সম্প্রসারণের লক্ষে কাজ করছে উভয় দেশের সরকার। ভারতের সাথে রয়েছে বাংলাদেশের সৌহার্দ্য, সম্প্রীতি ও বন্ধুত্বের দৃষ্টান্ত। বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরকে আরও গতিশীল করতে কাজ করছে দু‘দেশের সরকার। উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, বাংলাদেশের সুবর্ণজয়ন্তী এবং বাংলাদেশ-ভারত মৈত্রীর ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে সড়কপথে ভারত গিয়েছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি গত ৮ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারত গমন করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ