Sobujbangla.com | যারা টাকা পাচার করে ব্যাংক ধ্বংস করছে, তাদের দুধ কলা দিয়ে পোষা হচ্ছে।
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

যারা টাকা পাচার করে ব্যাংক ধ্বংস করছে, তাদের দুধ কলা দিয়ে পোষা হচ্ছে।

  |  ২২:০৫, মে ২১, ২০১৯

যারা কোটি কোটি টাকা পাচার করছে, ব্যাংক ধ্বংস করছে তাদের দুধ কলা দিয়ে পোষা হচ্ছে। ঋণখেলাপিদের বিশেষ সুবিধা দিয়ে বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনের বিষয়ে শুনানিতে এ মন্তব্য করেছেন উচ্চ আদালত।
বাংলাদেশ ব্যাংক অসৎ উদ্দেশ্যেই বিচারাধীন থাকা অবস্থায় বিতর্কিত সার্কুলারটি জারি করে বলেও জানান আদালত। পরে বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত করা হয়। তালিকা চাওয়া হয়েছে অর্থপাচারকারীদের।
কাগজে-কলমে হিসাবের খাতা থেকে বাদ দেয়া অনাদায়ী ঋণসহ ব্যাংকখাতে খেলাপি ঋণের পরিমাণ প্রায় ১ লাখ ৩০ হাজার কোটি টাকা। এই খেলাপি ঋণ কমাতে গত বৃহস্পতিবার ২ শতাংশ ডাউন পেমেন্টে সর্বোচ্চ ৯ শতাংশ সুদে ঋণ নিয়মিত করার সুযোগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। এর ফলে এক বছরে সুদবিহীন ঋণ পরিশোধের বিরতিসহ সর্বোচ্চ ১০ বছরের মধ্যে টাকা পরিশোধ করার সুযোগ তৈরি হয়।
ঋণখেলাপি নিয়ে উচ্চ আদালতে এক মামলা বিচারাধীন থাকা অবস্থায় শীর্ষঋণ খেলাপিদের বিশেষ সুবিধা দেয়া নিয়ে প্রশ্ন উঠে উচ্চ আদালতে। আদালত বলেন, অসৎ উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক এ সার্কুলার দিতে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে, এমন সমালোচনার মধ্যেই মঙ্গলবার (২১ মে) এই প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত করে হাইকোর্ট। হাইকোর্ট জানায়, হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেলেও নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটির কোন নিয়ন্ত্রণ নেই।
আইনজীবী বলেন, ঋণ খেলাপিদের সাহায্য করা হচ্ছে, তাদের যাতে কোন ক্ষতি না হয় সেই প্রটেকশনও ব্যাংক দিচ্ছে।
আদালতের অবস্থানের সাথে একমত অর্থনীতিবিদরাও।
পি আর আই’র নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, ব্যাংক এবং ক্লায়েন্টের মধ্যে আলোচনার করে সিদ্ধান্ত নিতে হবে তার কতখানি টাকা দেওয়ার ক্ষমতা রয়েছে। আর যদি ক্ষমতা না থাকে তবে ব্যাংক তাদের সম্পত্তি নিয়ে টাকা আদায় করতে পারবে।
অর্থনীতি বিশ্লেষকরা আরো বলেন, খেলাপি ঋণ আদায়ের পদ্ধতিতে দুর্বলতা তৈরি হলে ভবিষ্যতে আরো বড় অংকের খেলাপি ঋণে বিপর্যস্ত হবে পুরো অর্থনীতি ।

এ বিভাগের অন্যান্য সংবাদ