বিপিএল ফুটবলের দ্বিতীয় পর্ব বৃহস্পতিবার থেকে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে বৃহস্পতিবার মাঠে গড়াবে আসরের ২য় পর্বের খেলা। লিগে প্রত্যাশিত পারফরম্যান্স না পাওয়ায় মাঝপথেই নাইজেরিয়ান কোচ জোসেফ আফুসিকে অব্যাহতি দিয়ে শফিকুল ইসলাম মানিককে আবারও দলের দায়িত্ব দিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। লিগে ঘুরে দাঁড়াতে দলের খেলোয়াড়দের ওপর আস্থা রাখছেন এই অভিজ্ঞ কোচ। এদিকে, ২য় পর্বে ভালো পারফরম্যান্স করে রেলিগেশন এড়াতে চায় ঐতিহ্যবাহী ব্রাদার্স ইউনিয়ন।
নামের আগে জায়ান্ট তকমাটা বহু আগে থেকেই জুড়ে আছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। তবে চলতি মৌসুমে মাঠে নেমে যেন ডানাই মেলতে পারেনি সোলোমন-রনি-বিপলুরা। ফলাফল বিপিএলের প্রথম পর্বের ১২ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলে ৭ নম্বরে অবস্থান।
হতাশাব্যঞ্জক ফলাফলে টুর্নামেন্টের মাঝপথে কোচ পরিবর্তনের সিদ্ধান্ত ক্লাব ম্যানেজমেন্টের। যাকে সরিয়ে আফুসিকে আনা হয়েছিলো আবারও সেই শফিকুল ইসলামের হাতেই ফিরিয়ে দেয়া হলো দায়িত্ব। দলকে স্বরূপে ফেরাতে প্রতিজ্ঞার কথাও জানালেন এই অভিজ্ঞ কোচ।
ফিরে এসে প্রথম ম্যাচেই প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন লিগের টেবিল টপার বসুন্ধরা কিংসকে। টুর্নামেন্টে এখনও পর্যন্ত না হারা এই দলটির বিপক্ষে ভালো পারফরম্যান্সের প্রত্যাশা তার।
এদিকে, টেবিলের ১১ নম্বরে থাকা ব্রাদার্স ইউনিয়ন স্বর্ণালী ঐতিহ্যের পথভুলে পড়েছে রেলিগেশন শঙ্কায়। তবে এখনই আশা ছাড়তে চাচ্ছেন না দলের ম্যানেজার।
লম্বা বিরতির পর আগামী ৯’মে মাঠে গড়াবে ২য় পর্বের খেলা।

মুক্তি যুদ্ধ স্বাধীনতাবিরোধীরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়: মির্জা ফখরুল।
নতুন তথ্য দিলেন কবির হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে।
এনসিপি, মুখ্য পাত্র বলেন মুক্তিযুদ্ধ কোনো একক দলের সম্পত্তি নয়।
শহীদের চেতনা মুক্তিযুদ্ধ ও শহীদ জিয়া একই সূত্রে গাঁথা।
বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর।
আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। 