Sobujbangla.com | প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপুজা
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপুজা

  |  ১৫:৪৫, অক্টোবর ১৯, ২০১৮

বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে সিলেটে প্রতিমা বিসর্জন শুরু হয়েছে। তেল-সিঁদুর পরিয়ে, মুখে মিষ্টি আর পান খাইয়ে মা দুর্গাকে বিদায় জানাতে সিলেটের সুরমা নদীর চাঁদনী ঘাটে এখন হাজারো পুণ্যার্থীর পদভারে মুখরিত।

শুক্রবার দুর্গাপূজার প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে বিকেল ৪টা থেকে সিলেটের চাঁদনী ঘাটে সনাতন ধর্মাবলম্বীরা ঢাকঢোল বাজিয়ে, সংগীতের মুর্ছনায় নেচে-গেয়ে প্রতিমা বিনিয়ে উপস্থিত হন। একই সঙ্গে আসা ভক্ত, পূজার্থী, দর্শনার্থীসহ বিপুল সংখ্যক পর্যটক ও বিভিন্ন ধর্মের মানুষ বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনে শামিল হন।

সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত জানান, সিলেটের চাঁদনীঘাটে মা দুর্গাকে বিসর্জন দেওয়া শুরু হয়েছে। নগরের বিভিন্ন পূজা মণ্ডপ থেকে বিভিন্ন সংগঠনের ব্যানারে ট্রাকবাহী প্রতিমা নিয়ে এসে পূণ্যার্থীরা একে একে প্রতিমা বিসর্জন দিচ্ছেন।

এবার সিলেট জেলা ও মহানগরে ব্যক্তিগত ও সার্বজনীন মিলিয়ে মোট ৫৯১টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাৎসব উদযাপিত হয়েছে। এর মধ্যে সিলেট মহানগরীতে সার্ব্বজনীন ৪৮টি এবং ব্যক্তিগত ১৪টি মন্ডপে দুর্গোৎসব উদযাপিত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ