Sobujbangla.com | পিএইচডি করে আমি একজন সাধারণ কৃষক হবো! আমরা হলে হয়তো ভাবতাম, এতো পড়াশুনা করে কৃষক, অসম্ভব।
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

পিএইচডি করে আমি একজন সাধারণ কৃষক হবো! আমরা হলে হয়তো ভাবতাম, এতো পড়াশুনা করে কৃষক, অসম্ভব।

  |  ১৩:১৫, ডিসেম্বর ০৩, ২০১৭

আমাদের সবার একটি সপ্ন বা নির্দিষ্ট কিছু করার ইচ্ছা থাকে। শিক্ষা শেষে কোনো বড় কোম্পানিতে চাকরি অথবা নিজেই কোনো বড় কোম্পানি খুলে বসার একটি প্রয়াস থাকে। কিন্তু এরকম কি কেউ ভাবে পিএইচডি করে আমি একজন সাধারণ কৃষক হবো! আমরা হলে হয়তো ভাবতাম, এতো পড়াশুনা করে কৃষক, অসম্ভব।

কিন্তু এমন ধারণাকেই সত্যি করেছেন চীনের শি ইয়ান। শি ইয়ান চীনের টিশিংঘুয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। কিন্তু পিএইচডি করে তিনি কোনো বড় কোম্পানি অফিসে যাননি বরং তিনি তার স্নাতক পাশ সহকর্মীদের থেকে ভিন্নভাবে জীবনযাপন করছেন।

শি ইয়ান বেইজিংয়ে নিজের কৃষিকাজ প্রতিষ্ঠা করে, সেখানে একজন সাধারণ কৃষক হিসাবে কাজ করেন। এই কোম্পানি একটি নতুন ব্যবসা মডেলের অধীনে কাজ করে যেখানে প্রযোজকরা সরাসরি গ্রাহকের সঙ্গে সংযুক্ত থাকেন।
প্রায় ২ হাজার পরিবার এই কোম্পানির কাছ থেকে তাদের পণ্য অর্ডার করেছে এবং ৭০০ এরও বেশি সদস্য সদস্য হয়েছেন। তারা ফল এবং সবজি, দুগ্ধজাত দ্রব্য বা মাংসের একটি সাপ্তাহিক বিতরণ পেয়ে থাকেন। এদিকে, শি ইয়ান এবং তার স্বামীর বর্তমান মাসিক আয় ৮ লাখ ইউয়ান।

এ বিভাগের অন্যান্য সংবাদ