মুম্বই এর এক হোটেলে পোশাকের জন্য বিপাকে পরলেন অভিনেত্রী শিল্পা শেট্টি।

ফিটনেস আর অনবদ্য ফিগারের জন্য বিখ্যাত শিল্পা শেট্টি। কিন্তু সোমবার মুম্বই এর এক হোটেলে পোশাকের জন্য বিপাকে পরলেন অভিনেত্রী।
মেরুন রঙের এই সিল্কের পোশাকটি পরে একেবারেই স্বাচ্ছন্দ্য বোধ করেছিলেন না শিল্পা। তাই বার বার হাত দিয়ে পোশাক ঠিক করছিলেন তিনি। মনে করা হচ্ছে পোশাকটি শিল্পার শরীর আন্দাজে ছোট বা কোথাও হয়ট ছিড়ে গিয়েছিল। তাই ঢাকার চেষ্টা করছিলেন শিল্পা শেট্টি এই ইভেন্টটিতেও শিল্পা ফিটনেস নিয়ে কথা বলার জন্যই এসেছিলেন। কিন্তু নিজের পোশাকের জন্যই তাকে সমস্যার মুখে পড়তে হল। মা হওয়ার পরও নিজেকে আগের মতনই ফিট এবং স্লিম রেখেছেন শিল্পা। ‘শাট আপ অ্যান্ড ডান্স’ গানে তাঁর শরীরি ভঙ্গিমা দেখে সবাই যেমন অবাক হয়েছিলেন, আজও তিনি একই রকম আছেন। কিন্তু পরের বার পোশাক বাছার সময় শিল্পা আরও সচেতন হবে বলে আশা করা হচ্ছে।