Sobujbangla.com | চলচ্চিত্রকে কিছু অশুভ ছায়া গ্রাস করেছে : মৌসুমী
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

চলচ্চিত্রকে কিছু অশুভ ছায়া গ্রাস করেছে : মৌসুমী

  |  ২০:০৯, নভেম্বর ০৬, ২০১৭

আমাদের চলচ্চিত্রকে কিছু অশুভ ছায়া গ্রাস করেছে। এই অশুভ ছায়া কাজের পরিবেশ নষ্ট করে দিচ্ছে। যা দূর করতেই গঠন করা হয়েছে চলচ্চিত্র ফোরাম।’ কথাগুলো বলেছেন জনপ্রিয় চিত্র নায়িকা মৌসুমী।

মৌসুমীর জন্মদিন ছিল গত ৩ নভেম্বর। জন্মদিন উপলক্ষ্যে চলচ্চিত্র ফোরামের উদ্যোগে আয়োজন করা হয়েছিলো বিশেষ আয়োজন। রোববার রাতে জাজ মাল্টিমিডিয়া অফিসে এ আয়োজন করা হয়। সেখানেই গণমাধ্যমকে এসব কথা বলেন চলচ্চিত্র ফোরামের আন্তর্জাতিক সম্পাদক মৌসুমী।

এ সময় চলচ্চিত্র শিল্পী সমিতির কড়া সমালোচনা করে মৌসুমী বলেন, ‘শিল্পী সমিতির কাজ হচ্ছে শিল্পীদের স্বার্থ রক্ষা করা। এই সমিতি এটা না করে সমস্যা পাশ কাটিয়ে ফুল দেয়া ও চামচামিতে ব্যস্ত। আমার কাছে মনে হয়েছে এসব করার দরকার আছে, লিয়াজো মেইনটেইন করার দরকার আছে, কিন্তু সবার আগে দরকার শিল্পীর স্বার্থ রক্ষা করা। এই সমিতি সেটা করছে না।’

তিনি বলেন, ‘কোনো শিল্পী ভুল করলে তাকে সঠিক পথ দেখানো উচিত সমিতির। তাকে নিয়ে সিনিয়রদের সঙ্গে বসে আলাপ করে সঠিক পথ দেখানো যেতে পারে। কিন্ত সাম্প্রতিক সমস্যাগুলোতে সুন্দর সমাধানের কোনো ব্যবস্থা করেনি শিল্পী সমিতি। যে শিল্পীর কাজ নেই তার কাজের পরিবেশ নিশ্চিত করার ব্যবস্থা করা হচ্ছে না বরং যারা কাজ করছে তাদের কাজ বন্ধ করে দেয়া হচ্ছে। এতে প্রযোজকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

শিল্পী সমিতি যদি এসব না করত তাহলে আজ চলচ্চিত্র ফোরামের জন্ম হতো না বলেও দাবি করেন মৌসুমী।

এ বিভাগের অন্যান্য সংবাদ