Sobujbangla.com | শান্তিগঞ্জে সংঘর্ষ, নিহত ১
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

শান্তিগঞ্জে সংঘর্ষ, নিহত ১

  |  ১৯:২৭, অক্টোবর ১৭, ২০২১

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামে দুই পক্ষের সংঘর্ষে লালু মিয়া (৪৫) নামের একজন নিহত হয়েছেন। নিহত লালু মিয়া উপজেলার জয়কলস ইউনিয়নের জয়কলস গ্রামের ওয়ারিশ আলীর ছেলে। রোববার সকাল ১১টায় সংঘর্ষের এই ঘটনা ঘটে। এঘটনায় লালু মিয়ার পক্ষের আরোও ৪ জন আহত হয়েছেন। আহতরা হলেন সংঘর্ষে নিহত লালু মিয়ার ছেলে শাহিনূর মিয়া (২২), রইছ মিয়ার ছেলে ছালেক আহমদ (২৮), হেলাল মিয়া (৪০) ও তার বাবা আমির আলি (৬০)। আহতদের মধ্যে আমির আলীর অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, গতকাল শনিবার বিকাল ৩টায় সিএনজিচালিত অটোরিকশাযোগে যাত্রী নিয়ে যাচ্ছিলেন হেলাল মিয়া। এসময় তার অপর গাড়িকে পাস দিতে গিয়ে ফজলু মিয়ার (১৮) গরুর সাথে হেলাল মিয়ার গাড়ি ধাক্কা খায়। এঘটনায় হেলাল মিয়া ও ফজলু মিয়ার মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে এক পর্যায়ে হেলাল মিয়াকে ফজলু মিয়া মারধর করেন। এই ঘটনার জেরে আজ সকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এতে হেলাল মিয়ার পক্ষের গুরুতর আহত লালু মিয়াসহ আরো ৪ জন আহত হন। তাদেরকে আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় লালু মিয়া মারা যান। শান্তিগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুইপক্ষের সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় লালু মিয়া মারা গেছেন। এই ঘটনায় উভয় পক্ষের ৫ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ