Sobujbangla.com | হৈ চৈ করেছে চলচিএ জগতে সাকিব নিজেই প্রকাশ করলেন বুবলিকে নিয়ে গুঞ্জনের কথার মূল রহস্য।
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

হৈ চৈ করেছে চলচিএ জগতে সাকিব নিজেই প্রকাশ করলেন বুবলিকে নিয়ে গুঞ্জনের কথার মূল রহস্য।

  |  ১৬:৪৫, জুলাই ০২, ২০১৭

নবাগত চিত্র নায়িকা শবনম বুবলি আর ঢাকায় সিনেমার কিং শাকিব খানকে নিয়ে গণমাধ্যমে বেশ হৈ চৈ পড়েছে বিগত সময়। আর শাকিবের বিয়ের খবর প্রকাশের পর তা যেন একটু বেশেই হয়ে উঠেছিলো। তবে এবার শাকিব নিজেই প্রকাশ করলেন বুললিকে নিয়ে গুঞ্জনের কথার মূল রহস্য।

সম্প্রতি দেশের একটি বে-সরকারী টিভি চ্যানেলে সরাসরি সাক্ষাতকার দিয়েছেন শাকিব খান। দীর্ঘ সাক্ষাতকারে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয় শাকিব কে। উত্তরও দিয়েছেন ঠিক ভাবেই। তবে প্রশ্নের এক পর্যায় নায়িকা বুবলিকে নিয়ে তাকে একটি প্রশ্ন করা হয়।

তখন শাকিব খান বলেন, “তার (বুবলি) মতো দক্ষতাসম্পন্ন অভিনেত্রীদের চলচ্চিত্রে আরও বেশি করে আসা উচিত। এতে বাংলা চলচ্চিত্রের প্রতি মানুষের আগ্রহ বাড়বে।”

আরেক প্রশ্নের জবাবে শাকিব খান বলেন, “মূলত অপু ম্যাডামের কল্যাণেই তার নামের সঙ্গে জড়িয়ে বুবলিকে নিয়ে এই গুঞ্জন।”

সাক্ষাতকারে শাকিব কে আরো একটি প্রশ্ন করা হয়, আপনার পছন্দের নায়িকা কে? তবে এই প্রশ্নের উত্তর কোন ভাবেই দেননি শাকিব খান।

এ বিভাগের অন্যান্য সংবাদ