Sobujbangla.com | মালয়েশিয়ায় পুলিশের গুলিতে দুই বাংলাদেশি অপহরণকারী নিহত
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

মালয়েশিয়ায় পুলিশের গুলিতে দুই বাংলাদেশি অপহরণকারী নিহত

  |  ১৫:১৯, ফেব্রুয়ারি ১৩, ২০১৯

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের চেরাস জেলায় পুলিশের গুলিতে দুই বাংলাদেশি অপহরণকারী নিহত হয়েছেন।
জেলাটির তামান মুডুনের একটি বাড়ি থেকে এক অপহৃত বাংলাদেশিকে উদ্ধার অভিযানকালে গুলিবিদ্ধ হয়ে তারা নিহত হন বলে দাবি করেছে দেশটির পুলিশ। নিহতদের বিরুদ্ধে দেশটির বিভিন্ন থানায় মোট ১৩টি অভিযোগ আছে বলে জানায় পুলিশ।
পুলিশ জানিয়েছে, নিহত দুই বাংলাদেশির বিরুদ্ধে মালয়েশিয়ায় বিভিন্ন দেশের শ্রমিকদের অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগ ছিল। এভাবে তারা ২.৫ মিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত হাতিয়ে নিয়েছে।
কাজাং পুলিশ প্রধান এসিপি আহমেদ জাফির ইউসুফ বলেন, পুলিশ একটি সংঘবদ্ধ চক্রকে ধরতে মঙ্গলবার রাতে এই এলাকায় অবস্থান করছিল। রাত একটা ৩৫ মিনিটে পুলিশ বাড়িটিতে অভিযান চালায়। সেখানে এক ব্যক্তিকে অপহরণ করে রাখা হয়েছে বলে সন্দেহ হয় তাদের।
তিনি বলেন, অভিযান চলাকালে বাড়িটি থেকে অপহরণকারীরা গুলি ছোড়ে। আত্মরক্ষার জন্যে পাল্টাগুলি ছোড়ে পুলিশ। আমরা সফলভাবে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করি। গত ৮ ফেব্রুয়ারি সেন্তুল থেকে তাকে অপহরণ করা হয়।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে একটি ৯ এমএম পিস্তল এবং একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ৩০৭ ধারায় একটি মামলা করা হয়েছে। মামলাটির তদন্ত চলছে।
উদ্ধারকৃত বাংলাদেশির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। তবে পুলিশ নিহত এবং উদ্ধারকৃত বাংলাদেশির নাম এখনও প্রকাশ করেনি। পুলিশ বলছে, নিহত দুই বাংলাদেশির কাছে কোনও বৈধ কাগজপত্র ছিল না।
এদিকে বাংলাদেশ হাইকমিশন এখনও নিহত বাংলাদেশিদের পরিচয় নিশ্চিত করতে পারেনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ