Sobujbangla.com | কেবল জাতীয়তাবাদী নাম থাকলেই জাতীয়তাবাদী হওয়া যায় না।
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

কেবল জাতীয়তাবাদী নাম থাকলেই জাতীয়তাবাদী হওয়া যায় না।

  |  ২১:৪৫, অক্টোবর ২৮, ২০১৮

প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘কেবল জাতীয়তাবাদী নাম থাকলেই জাতীয়তাবাদী হওয়া যায় না। বিএনপির সময়ে যে বাংলাদেশ ছিল দুর্নীতিতে চ্যাম্পিয়ন, জঙ্গিবাদ আর ব্যর্থ রাষ্ট্র, সেই রাষ্ট্র আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। পরিচিতি পেয়েছে ই-গর্ভনেন্স ও আইটি এক্সপার্ট হিসেবে।
আজ রোববার সাভারে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন সজীব ওয়াজেদ জয়।
দেশ গঠনে তরুণদের সৃজনশীল উদ্যোগকে স্বাগত জানাতে সাভারে শেখ হাসিনা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে বসে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ আয়োজনের তৃতীয় আসর। আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) আয়োজিত এই অনুষ্ঠানে বিগত বিএনপির সরকারের সমালোচনা করে ডিজিটাল বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির চিত্র তুলে ধরেন জয়।
সজীব ওয়াজেদ জয় বলেন, ‘নামের আগে জাতীয়তাবাদী দল দিলেই জাতীয়তাবাদ হয় না। কাজ দিয়ে দেখাতে হয়। আমাদের আগের সরকার বিএনপির আমলে আমরা সারা বিশ্বের সামনে পরিচিত হয়ে ছিলাম দুর্নীতিতে চ্যাম্পিয়ন হিসেবে। আমরা হয়ে গিয়েছিলাম একটা জঙ্গি দেশ। আমাদেরকে বলা হতো আরেকটি পাকিস্তান। একটা ফেইলড স্টেট। আওয়ামী লীগ যত দিন ক্ষমতায় থাকবে বাংলাদেশ এগিয়ে যেতে থাকবে। আমরা সারা বিশ্বের সামনে এখন পরিচিত আইটি এক্সপার্ট হিসেবে, ই-গভর্ননেন্সের এক্সপার্ট হিসেবে। বাংলাদেশ এখন অন্যান্য দেশকে ডিজিটাল করতে সহযোগিতা করছে।
সারা দেশ থেকে আসা ইয়ং বাংলার প্রতিনিধিদের কাছে নৌকায় ভোট চেয়ে জয় বলেন, ‘স্বাধীনতা এনে দেওয়া দল ক্ষমতায় থাকলেই দেশ এগিয়ে যেতে থাকবে।
জয় বলেন, ‘নৌকায় ভোট দেবেন। নৌকা যত দিন থাকবে বাংলাদেশ দ্রুত এগোতে থাকবে।
২০১৪ সালে প্রতিষ্ঠিত তরুণদের সর্ববৃহৎ প্ল্যাটফর্ম ‘ইয়াং বাংলা’ থেকে এবার ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ৫০টি প্রতিষ্ঠানকে বাছাই করা হয়। এর মধ্যে সেরা ১০ প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে পুরস্কার তুলে দেন সজীব ওয়াজেদ জয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ