রিয়াদ পৌঁছেছেন প্রধানমন্ত্রী
প্রকাশিত হয়েছে | ২০:৪৩, অক্টোবর ১৬, ২০১৮
চার দিনের সফরে রিয়াদ পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সৌদি বাদশাহ এবং দু’টি পবিত্র মসজিদের খাদেম সালমান বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে দ্বিপক্ষীয় সফরের অংশ হিসেবে চার দিনের সফরে রিয়াদ পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে, মঙ্গলবার স্থানীয় সময় ৬টা ৫১ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টা ৫১ মিনিটে) রিয়াদের বাদশাহ খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
মঙ্গলবার বিকাল পৌনে ৪টায় প্রধানমন্ত্রী সৌদি রাজধানী রিয়াদের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ