Sobujbangla.com | মির্জা ফখরুল বলেছেন: বকের মতো চুপ করে বসে আছে আওয়ামী লীগ।
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

মির্জা ফখরুল বলেছেন: বকের মতো চুপ করে বসে আছে আওয়ামী লীগ।

  |  ২২:৪৭, জুলাই ১৬, ২০২৩

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি পরিবার, একটি দল দেশটাকে কুক্ষিগত করেছে। বক ধার্মিক আওয়ামী লীগ আবার ক্ষমতায় যাওয়ার জন্য বকের মতো চুপ করে বসে আছে। রবিবার (১৬ জুলাই) বিকেলে চট্টগ্রাম মহানগরীর নুর আহমদ সড়কে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের মেহনতী শ্রমিক জনতার মহাসমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি  এসব কথা বলেন। বক ধার্মিক আওয়ামী লীগ আবার ক্ষমতায় যাওয়ার জন্য বকের মতো চুপ করে বসে আছে। জনগণ আর তা মানবে না৷ এখনই পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে মানে মানে বিদায় নেয়ার কথা বলেন তিনি। চট্টগ্রাম মহানগরীর নুর আহমদ সড়কে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের আহবানে অনুষ্ঠিত হলো মেহনতী শ্রমিক জনতার মহাসমাবেশ। সড়কের উপর দুটি লং ভেহিক্যল পাশাপাশি রেখে তৈরী করা হয় সমাবেশ মঞ্চ। বিকেলে সমাবেশ হলেও দুপুর থেকে নানা বয়সী লোকজন নানা ব্যানার ফ্যাস্টুন নিয়ে আসতে থাকেন সমাবেশস্থলে। হাজার হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে বিকেল গড়াতেই সামবেশস্থল রূপ নেয় জনসমুদ্রে। নুর আহমদ সড়কে ছাড়িয়ে উপস্থিত নেতা-কর্মীদের স্রোত বয়ে যায় আশপাশের সড়কে। নুর আহমদ সড়কের বাইরে আশ পাশের নেভাল মোড়, কাজির দেউড়ি মো্ড় এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। প্রচন্ড গরমের মধ্যে নেতা-কর্মীরা হাঁসফাঁস করে বারবার স্থান পরিবর্তন করলেও সমাবেশ এলাকা ছেড়ে যাননি। তারা নানা শ্লো্গানে শ্লোগানে মুখরিত করে তুলেন সমাবেশের পরিবেশ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখনই পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে সরকারকে বিদায় নিতে বলেন ৷ আওয়ামীলীগ এর নাম বদলে নিখিল বাংলাদেশ লুটপাট সমিতি করা দরকার ৷ সমাবেশে বিএনপি মহাসচিব আরো বলেন, আইন করে নির্বাচন কমিশনকে ঠূটো জগন্নাথ করা হয়েছে ৷ দেশে ২২ হাজারের উপর পরিবার এখন লুটপাট করছে ৷ সরকার আবারো ক্ষমতায় যাওয়ার জন্য প্রশাসন-বিচারকদের ব্যবহার করছে ৷ প্রধান বক্তার বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর  খসরু মাহমুদ চৌধুরী  বলেন, ভোট চোরের আস্তানা ভেঙে দেয়ার জন্য বিদেশিরা বাংলাদেশে আসছে। বিদেশিরা সূষঠু নির্বাচনের কথা বলা প্রধানমন্ত্রীর অন্য লজ্জাজনক ৷ আওয়ামীলীগ এর সাথে এখন কেউ নেই ৷ সরকার পতনের দিন ঘনিয়ে এসেছে। বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের সভাপতিত্ব অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, বরকত উল্লা বুলু, এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ অনেকে। সমাবেশে  বিএনপি নেতারা বলেন, ভোট মানুষের নাগরিক অধিকার। কিন্তু গত ১৪ বছরে চার কোটি নতুন ভোটার হয়েছে, যারা ভোট দিতে পারেননি।

এ বিভাগের অন্যান্য সংবাদ