Sobujbangla.com | ক্ষুনিকে ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ।
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

ক্ষুনিকে ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

  |  ১৯:১৮, এপ্রিল ১২, ২০২৩

প্রবাসীর স্ত্রী স্বপ্না হত্যা মামলার প্রধান আসামী শফিক উদ্দিনকে ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শফিক উদ্দিন (৬০) বিয়ানীবাজার থানার আলীনগর ইউনিয়নের পূর্ব খলাগ্রাম মৃত ইব্রাহিস আলরি পুত্র। মঙ্গলবার রাতে জকিগঞ্জ থানার বালিটেকা পরচক গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সিলেট জেলার অপরাধ দমন, আসামি গ্রেফতার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া খুন, ধর্ষণ ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ সিলেট সবার্ধিক গুরুত্ব দিয়ে আসছে। পুলিশ জানায়, মঙ্গলবার ( ১১ এপ্রিল) সকালে বিয়ানীবাজার থানার পূর্ব খলাগ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। ভাসুর শফিক উদ্দিনের ছুরিকাঘাতে ভ্রাতৃবধূ স্বপ্না বেগম (৪২) খুন হন। ঘটনার পর বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা {নং-১১ (৪) ২৩} রুজু করা । হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামীদের শনাক্তকরণ ও গ্রেফতারে বিয়ানীবাজার থানা পুলিশ তাৎক্ষণিক অনুসন্ধান কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় ওইদিন (১১ এপ্রিল) রাতে বিয়ানীবাজার থানা পুলিশ চাঞ্চল্যকর এই হত্যা মামলার প্রধান আসামী শফিক উদ্দিনকে জকিগঞ্জ থানার পরচক গ্রাম থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়,স্ভাই আব্দুল মালিকের স্ত্রী ভিকটিম স্বপ্না বেগমের এর সাথে তার ভাসুর শফিক উদ্দিন(৬০) এর জায়গা জমি নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিল। স্বপ্না বেগমের স্বামী দুবাই প্রবাসী। তার দুই সন্তানের মধ্যে বড় ছেলে রুবেল আহমদ লিবিয়া প্রবাসী এবং ছোট মেয়ে জান্নাতুল আক্তার নওরিন সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত। জায়গা জমি সংক্রান্ত উক্ত বিরোধের জের ধরে মঙ্গলবার সকালে ঘাতক শফিক উদ্দিন ভিকটিমকে ছুরিকাঘাত করে মারাত্মকভাবে আহত করে। পরবর্তীতে ভিকটিমকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বপ্নাকে মৃত ঘোষণা করেন। হত্যাকান্ডে জড়িত অন্যদের গ্রেফতারেঅভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন সিলেটে জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিডিয়া )মোঃ সম্রাট তালুকদার।

এ বিভাগের অন্যান্য সংবাদ