Sobujbangla.com | সিলেটের জিন্দাবাজারে সাংবাদিকের ওপর হামলা, সড়ক অবরোধ।
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

সিলেটের জিন্দাবাজারে সাংবাদিকের ওপর হামলা, সড়ক অবরোধ।

  |  ১৮:৩০, নভেম্বর ২৮, ২০২২

সংবাদ সংগ্রহ করতে গিয়ে নগরীর জিন্দাবাজার হক সুপার মার্কেটে হামলার শিকার হয়েছেন সাংবাদিক। হামলার শিকার শফি আহমেদ বেসরকারি টেলিভিশন নিউজ ২৪ এ ভিডিও জার্নালিস্ট হিসেবে কর্মরত আছেন। সোমবার দুপুরে জিন্দাবাজারস্থ হক সুপার মার্কেটে এই ঘটনা ঘটে। এদিকে, সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে তাৎক্ষণিক জিন্দাবাজারে রাস্তা অবরোধ করছেন স্থানীয় সাংবাদিকরা। তাঁরা এই ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানান। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সাংবাদিক আশরাফুল কবীরের বাসায় চুরির ঘটনায় স্বর্ণালংকার উদ্ধারে চোরকে নিয়ে সোমবার অভিযানে নামে পুলিশ। এসময় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ হক সুপার মার্কেটে চোরকে সাথে নিয়ে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধারে অভিযান চালায় তারা। এ সময় পুলিশ মার্কেটের ভেনাস জুয়েলার্সে তল্লাশী করছে। এ ঘটনার সংবাদের ছবি তোলতে গেলে ব্যবসায়ীরা সাংবাদিকদের বাঁধা দেন। এসময় সাংবাদিক শফি আহমেদের উপর হামলা করে স্থানীয় ব্যবসায়ীরা। এই ঘটনার প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছেন স্থানীয় সাংবাদিকরা। খবর পেয়ে কোতোয়ালি মডেল ওসি মোহাম্মদ আলী মাহমুদ ঘটনাস্থলে এসে সাংবাদিকদের সাথে কথা বলে দায়েদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এসময় সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রশিদ রেনু ও জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেলসহ সাংবাদিক নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ