Sobujbangla.com | সাংবাদিকরা দুর্বল বলে বললেন পররাষ্ট্রমন্ত্রী তাদের প্রশিক্ষণ প্রয়োজন।
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

সাংবাদিকরা দুর্বল বলে বললেন পররাষ্ট্রমন্ত্রী তাদের প্রশিক্ষণ প্রয়োজন।

  |  ২৩:০৭, অক্টোবর ২৯, ২০২২

নিজের বক্তব্য ‘ভুলভাবে’ গণমাধ্যমে আসছে দাবি করে বাংলাদেশের সাংবাদিকদের দুর্বল ও অপ‌রিপক্ক বলেন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। শ‌নিবার (২৯ অক্টোবর) দুপু‌রে সাবেক রাষ্ট্রদূতদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ফরমার বিসিএস (এফএ) অ্যাম্বাসেডর্স (এওফা)  এর সদস্যদের নি‌য়ে জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের সমা‌ধি‌তে পুষ্পস্তবক অর্পণ শে‌ষে তিনি এ মন্তব্য করেন। পররাষ্ট্রমন্ত্রী ব‌লে‌ছেন, ‘গত ২৬ তা‌রিখ প্রেসক্লা‌বে কলা‌মিস্ট‌দের এক‌টি অনুষ্ঠা‌নে আমি যে বক্তব‌্য দি‌য়ে‌ছি ৭০‌টি গণমাধ‌্যম তা নি‌য়ে যে হেড লাইন ক‌রে‌ছে তার সঙ্গে আমার বক্তব্যের কোনো ধরনের সম্পর্ক নেই। সেখানে আমি নাকি আমেরিকা‌কে যুদ্ধবাজ বলেছি। ৭০‌টি গণমাধ্যমই মিথ্যা, বা‌নোয়াট ও কাল্পনিক তথ্য দিয়েছে। ড. এ কে আব্দুল মোমেন সাংবা‌দিক‌দের দুর্বল ও অপরিপক্ব উল্লেখ ক‌রে তিনি ব‌লেন, ‘আমা‌দের দে‌শে সাংবা‌দিকতা যারা করেন তাদের মধ্যে দুর্বলতা আছে। এদের পরিপক্বতা দরকার। সাংবাদিকরা যারা এটা করেছেন তা‌দের জন্য এটা লজ্জার বিষয়। আর আপনা‌দের জন্য দুঃখের বিষয়। আপনা‌দের সহকর্মীরা এ ধরনের বা‌নোয়াট কথা ব‌লে। এ সময় অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন ও পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন। পরে তারা বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। অন্যান্যের মধ্যে অ্যাসোসিয়েশন অব ফরমার বিসিএস (এফএ) অ্যাম্বাসেডর্স (এওফা) এর প্রেসিডেন্ট শমসের মবিন চৌধুরী, সেক্রেটারি জেনারেল আব্দুল্লাহ আল হাসান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ