Sobujbangla.com | মালয়েশিয়া, মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের ভূমিকা হতাশাজনক।
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

মালয়েশিয়া, মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের ভূমিকা হতাশাজনক।

  |  ২০:৫৭, সেপ্টেম্বর ২৪, ২০২২

দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারের চলমান রাজনৈতিক সংকট সমাধানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব।  শুক্রবার (২৩ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে জাতিসংঘে সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিয়ে ইসমাইল সাবরি বলেন, ‘মিয়ানমার পরিস্থিতি মোকাবেলায় কোনও শক্ত পদক্ষেপ নেয়নি নিরাপত্তা পরিষদ। যা খুবই দুঃখজনক’। অধিবেশনে প্রধানমন্ত্রী ইয়াকুব বলেন, অনেকেই দেখেছেন কীভাবে মিয়ানমার ইস্যুতে নিরাপত্তা পরিষদ হাত গুটিয়ে নিয়েছে এবং বিষয়টি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের ওপর ছেড়ে দিয়েছে। ইসমাইল ইয়াকুব আরও বলেন, জান্তা সরকার কর্তৃক আসিয়ানের ‘পাঁচ বিষয়ে ঐকমত্য’ বাস্তবায়নে অর্থবহ অগ্রগতি না হওয়ায় মালয়েশিয়া হতাশ। এই পরিস্থিতিতে আসিয়ানের ‘পাঁচ বিষয়ে ঐকমত্য’ আর বেশি দূর নেওয়ার মতো নয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত লাখ লাখ শরণার্থীর অবস্থা আরও জটিল করছে। এসব শরণার্থীর অধিকাংশই মুসলিম রোহিঙ্গা জাতিগোষ্ঠীর। প্রায় ১০ লাখ রোহিঙ্গা বর্তমানে বাংলাদেশে শরণার্থী শিবিরে আশ্রয় নিতে হয়েছে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চি’র সরকারকে ক্ষমতাচ্যুত করে মিয়ানমারের সামরিক বাহিনী। এরপর থেকেই দেশটির সাধারণ মানুষসহ রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর দমন পীড়নের মাত্রা আরও বেড়েছে। সূত্র: আল জাজিরা

এ বিভাগের অন্যান্য সংবাদ