Sobujbangla.com | ঢাকা এডিসের লার্ভা পাওয়ায় ২ লাখ টাকা জরিমানা।
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

ঢাকা এডিসের লার্ভা পাওয়ায় ২ লাখ টাকা জরিমানা।

  |  ২০:৫৩, সেপ্টেম্বর ১৮, ২০২২

এডিস মশার লার্ভা পাওয়ায় আট মামলায় ১ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ফুটপাতে নির্মাণসামগ্রী রেখে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একটি দোকানে ট্রেড লাইসেন্স না থাকায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এ জরিমানা করেছে। রোববার (১৮ সেপ্টেম্বর) ডিএনসিসির বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অঞ্চল ৬ এর আওতাধীন ৫১ নম্বর ওয়ার্ডের সেক্টর ১৪ এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দুটি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ২ মামলায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। অঞ্চল-১ এর আওতাধীন ১ নম্বর ওয়ার্ডের উত্তরা সেক্টর নম্বর ১, ৩ ও ৫ এবং ওয়ার্ড ১৭ এর খিলক্ষেত উত্তর ও দক্ষিণ পাশের এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা-নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বাসা-বাড়ি ও নির্মাণাধীন ভবনে, ফাঁকা প্লটে মশকবিরোধী এবং সমন্বিতভাবে এডিশবিরোধী অভিযানে ৪ স্থানে এডিশ মশার লার্ভা পাওয়া যায়। এতে চার মামলায় ৭৫ হাজার টাকা এবং ফুটপাতের ওপর ইট রাখায় এক মামলায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তিন নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন। অঞ্চল ২ এর আওতাধীন ৭ নম্বর ওয়ার্ড মিরপুর এলাকায় অভিযানকালে নির্মাণাধীন ভবন ও বিল্ডিংয়ে এডিস মশার লার্ভা পাওয়া যায়। তাতে দুই মামলায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এ অভিযান পরিচালনা করেন। এছাড়া অঞ্চল-৪ এর আওতাধীন ১০ নম্বর ওয়ার্ডের মাজার রোড, দ্বিতীয় কলোনী এলাকায় প্রায় ২৫টি ভবন, স্থাপনা, জলাশয়, রেস্টুরেন্ট ও দোকানপাট পরিদর্শন করা হয়েছে। একটি দোকানে ট্রেড লাইসেন্স নবায়ন না থাকায় এক মামলায় ২ হাজার টাকা জরিমানা এবং প্রায় ৫০০ মিটার রাস্তা ও ফুটপাথ দখলমুক্ত করা হয়। সেই সঙ্গে জনগণকে সচেতন করা হয়। করোনাভাইরাসজনিত রোগের বিস্তার রোধে জনসাধারণকে সতর্ক করাসহ প্রায় ৫০টি মাস্ক বিতরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ