Sobujbangla.com | ড. ফরাসউদ্দিন বলেছেন বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তা নজিরবিহীন।
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

ড. ফরাসউদ্দিন বলেছেন বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তা নজিরবিহীন।

  |  ১৭:১৩, সেপ্টেম্বর ১৬, ২০২২

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও বিশিষ্ট অর্থনীতিবীদ অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেছেন, প্রধান অতিথির বক্তব্যে ড. মো. ফরাস উদ্দিন বলেন, বিশ্বের মধ্যে বাংলাদেশ অধিক জনশক্তি বহুল দেশ। বিশ্বের মধ্যে জনশক্তি বহুল দেশ খুব কম আছে। তাই এ দেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তোলে কাজে লাগাতে পারলে বাংলাদেশে অনেক দূর এগিয়ে যাবে। বাংলাদেশে বর্তমানে চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করে যেভাবে এগিয়ে যাচ্ছে তা নজিরবিহীন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে নিয়ে যেভাবে ভেবেছেন, এগিয়ে নেওয়ার চিন্তা করেছেন বর্তমানে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। শুক্রবার সকাল ১০টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে আয়োজিত ‘৫০ বছরে বাংলাদেশের অর্জন, প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক ২ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশে অনেক ইতিবাচক পরিবর্তন হয়েছে। এ সময়ে দেশ অনেক কিছুই অর্জন করেছে। ইতিবাচক প্রবৃদ্ধি, খাদ্য উৎপাদন , মানব উন্নয়ন সূচকে সন্তোষ জনক অগ্রগতি, বৈদেশিক মুদ্রা অর্জনে উর্ধ্বগতি, মাথাপিছু আয় বৃদ্ধি সহ অনেক ক্ষেত্রেই দেশ এখন অনুকরনীয়। উদ্বোধনী অনুষ্ঠানে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুনতাহা রকীবের সঞ্চালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক দিলারা রহমান, ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য রাখেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক ড. জায়েদা শারমিন। সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও অবকাঠামোর দিক দিয়ে অনেকদূর এগিয়ে গেছে। শাবিপ্রবি একটি দুর্নীতিমুক্ত ও সুশাসনের বিশ্ববিদ্যালয়। বর্তমানে আমাদের গবেষণা বাজেট ৮ গুণ বৃদ্ধি করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের মূল বাজেটের ৫ শতাংশ। এবছর বিশ্বের স্বনামধন্য বিভিন্ন জার্নালে আমাদের ৭০০টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা যেখানে যাচ্ছে অনেক ভালো করছে। তারা বিশ্বের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পাচ্ছেন, এটা আমাদের জন্য অনেক আনন্দের ও গৌরবের। আশা করছি এ ধারা অব্যাহত থাকলে শাবিপ্রবি বিশ্বের মধ্যে ভালো একটা অবস্থানে পৌঁছাবে। পরিশেষে আন্তর্জাতিক গবেষণা সম্মেলনের আয়োজন কমিটি, অতিথিবন্দসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে সম্মেলনের উদ্বোধন করেন উপাচার্য।

এ বিভাগের অন্যান্য সংবাদ