ফখরুল: জাতীয় পার্টির সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়নি।
জাতীয় পার্টির সঙ্গে এখনও ফরমাল (আনুষ্ঠানিক) কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা যুগপৎ আন্দোলনের আহবান জানিয়েছি। আন্দোলনের মাধ্যমেই ভবিষ্যতে কী হবে, তা নির্ধারিত হবে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, আলোচনার দরজা খোলা আছে। রাজনৈতিক দল, ব্যক্তি, সংগঠন, যারাই এই কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে, তাদের সবাইকে সঙ্গে নিয়েই আমরা যুগপৎ আন্দোলন করবো। ফখরুল বলেন, দমন নীতি দিয়ে কোনো সরকারই বেশিদিন টিকে থাকতে পারেনা। এবারও সরকার তাই করছে। বিএনপির গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন, নিজেরা হামলা চালিয়ে উল্টো বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়েছে ফখরুল বলেন, সরকার চাইলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। পুলিশকে বিএনপি প্রতিপক্ষ বানায়নি উল্লেখ করে ফখরুল বলেন, সরকার সংবিধান লঙ্ঘন করে পুলিশকে ব্যবহার করছে। র্যাবকে মানবাধিকার লঙ্ঘনের কারণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তেমনি সরকারের নির্দেশে মানবাধিকার লঙ্ঘনের কারণে পুলিশের উপরও নিষেধাজ্ঞা আসুক তা বিএনপি চায় না। গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে এই সরকারকে পদত্যাগ করতে হবে দাবি করে ফখরুল বলেন, সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ কমিশন গঠন করতে হবে। এরপরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। এরপরেই যুগপৎ আন্দোলনে শরিক দলগুলোকে নিয়ে পার্লামেন্ট গঠন করা হবে।

বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর।
আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 