Sobujbangla.com | ফখরুল: জাতীয় পার্টির সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়নি।
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

ফখরুল: জাতীয় পার্টির সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

  |  ২২:৫৭, সেপ্টেম্বর ১৩, ২০২২

জাতীয় পার্টির সঙ্গে এখনও ফরমাল (আনুষ্ঠানিক) কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা যুগপৎ আন্দোলনের আহবান জানিয়েছি। আন্দোলনের মাধ্যমেই ভবিষ্যতে কী হবে, তা নির্ধারিত হবে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, আলোচনার দরজা খোলা আছে। রাজনৈতিক দল, ব্যক্তি, সংগঠন, যারাই এই কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে, তাদের সবাইকে সঙ্গে নিয়েই আমরা যুগপৎ আন্দোলন করবো। ফখরুল বলেন, দমন নীতি দিয়ে কোনো সরকারই বেশিদিন টিকে থাকতে পারেনা। এবারও সরকার তাই করছে। বিএনপির গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন, নিজেরা হামলা চালিয়ে উল্টো বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়েছে ফখরুল বলেন, সরকার চাইলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। পুলিশকে বিএনপি প্রতিপক্ষ বানায়নি উল্লেখ করে ফখরুল বলেন, সরকার সংবিধান লঙ্ঘন করে পুলিশকে ব্যবহার করছে। র‌্যাবকে মানবাধিকার লঙ্ঘনের কারণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তেমনি সরকারের নির্দেশে মানবাধিকার লঙ্ঘনের কারণে পুলিশের উপরও নিষেধাজ্ঞা আসুক তা বিএনপি চায় না। গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে এই সরকারকে পদত্যাগ করতে হবে দাবি করে ফখরুল বলেন, সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ কমিশন গঠন করতে হবে। এরপরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। এরপরেই যুগপৎ আন্দোলনে শরিক দলগুলোকে নিয়ে পার্লামেন্ট গঠন করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ