Sobujbangla.com | আন্দোলন সংগ্রামের মাধ্যম সরকারের পতন ঘটাতে হবে : কাইয়ুম চৌধুরী।
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

আন্দোলন সংগ্রামের মাধ্যম সরকারের পতন ঘটাতে হবে : কাইয়ুম চৌধুরী।

  |  ১৯:৩৮, আগস্ট ৩১, ২০২২

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আওয়ামীলীগ দেশ পরিচালনা করতে পুরোপুরী ব্যার্থ হয়েছে। দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। যার প্রভাব জনজীবনে মারাত্মক ভাবে পড়েছে। তেল, গ্যাস, বিদ্যুৎ, নিত্যপন্যের দাম আজ সাধারণ মানুষের নাগালের বাহিরে। এই সরকার জনগনকে বাঁচতে দিচ্ছে না। আওয়ামীলীগের লুটপাটের কারেন দেশ আজ দেউলিয়া হওয়ার পথে। তাই দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনসচেতনতা বাড়াতে হবে। নিরবিচ্ছিন্ন আন্দোলন সংগ্রামের মাধ্যমে আওয়ামীলীগ সরকারের পতন ঘটাতে হবে। বুধবার বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করার লক্ষ্যে সিলেট জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী সঞ্চালনায় এসভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, আওয়ামীলীগের সময় ফুড়িয়ে এসেছে। এখন আর ঘরে থাকার সময় নয়। দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপি নেতা ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সিদ্দিকুর রহমান পাপলু, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাশেম, তাজরুল ইসলাম তাজুল, আজিজুল রহমান আজিজ, আহাদ চৌধুরী শামীম, মাসুক এলাহী, আব্দুর রহমান, এডভোকেট মুজিবুর রহমান মুজিব, শাকিল মোর্শেদ, সালেহা কবির শেপী, এডভোকেট মোস্তাক আহমদ, আহমদ সুলেমান চেয়ারম্যান, আব্দুর রহমান, আজিজ হোসেন আজিজ, আলতাফ হোসেন সুমন, শাহিন আলম জয়, এখলাছুর রহমান মুন্না, সচিত্র চৌধুরী বাবলু, দেলোয়ার হোসেন দিনার, জাহাঙ্গীর হোসেন জীবন, তোফায়েল আহমেদ, আব্দুস সালাম টিপু, আব্দুল করিম জুনাক, মাশরুর রাসেল, আব্দুস সালাম, এনামুল কবির চৌধুরী সুহেল, রায়হান এইচ খান, আফজাল হোসেন, আজমল হোসেন অপু, ফরিদ মিয়া, ফয়ছল আহমদ, শেখ রাসেল, দেলোয়ার হোসেন, ইমরান আহমদ, হাফিজ আহমদ, মুকিত তুহিন প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ