ইভটিজিংয়ের প্রতিবাদ করায় একুশে টিভির সংবাদ উপস্থাপক ও তার ভাইকে মারধর।
রাজধানীর উত্তরার কামারপাড়া এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় একুশে টিভির সংবাদ উপস্থাপক সাব্বির ও তার ভাইকে অমানুষিক নির্যাতন করেছে সন্ত্রাসীরা। রোববার (২১ আগস্ট) রাতে তুরাগ থানার কামারপাড়া এলাকায় তাদের ওপর এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক সাব্বির আহমেদ জানান, রোববার সন্ধ্যায় তিনি ও তার ছোট ভাই কামারপাড়া উত্তরণ প্রজেক্টে হাঁটতে বেরিয়েছিলেন। জেভিয়ার্স বিল্ডিংয়ের সামনে তখন দুই মেয়ের পথ রোধ করে ইভটিজিং করছিল তিন বখাটে। এ সময় ইভটিজিংয়ের প্রতিবাদ করে মেয়ে দুটিকে রক্ষা করতে এগিয়ে যায় সাব্বির ও তার ভাই ইমন। বখাটেরা কিশোর গ্যাংয়ের অপর সদস্যদের ফোন দিয়ে ঘটনাস্থলে ডেকে আনে। প্রায় ২০ থেকে ২৫ জন তাদের ওপর হামলা ও মারধর করে। তিনি আরও বলেন, তার ছোট ভাই ইমনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। উত্তরার একটি বেসরকারি মেডিকেল কলেজে তার চিকিৎসা চলছে। এ ঘটনায় সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 