Sobujbangla.com | ইভটিজিংয়ের প্রতিবাদ করায় একুশে টিভির সংবাদ উপস্থাপক ও তার ভাইকে মারধর।
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় একুশে টিভির সংবাদ উপস্থাপক ও তার ভাইকে মারধর।

  |  ২০:১০, আগস্ট ২১, ২০২২

রাজধানীর উত্তরার কামারপাড়া এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় একুশে টিভির সংবাদ উপস্থাপক সাব্বির ও তার ভাইকে অমানুষিক নির্যাতন করেছে সন্ত্রাসীরা। রোববার (২১ আগস্ট) রাতে তুরাগ থানার কামারপাড়া এলাকায় তাদের ওপর এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক সাব্বির আহমেদ জানান, রোববার সন্ধ্যায় তিনি ও তার ছোট ভাই কামারপাড়া উত্তরণ প্রজেক্টে হাঁটতে বেরিয়েছিলেন। জেভিয়ার্স বিল্ডিংয়ের সামনে তখন দুই মেয়ের পথ রোধ করে ইভটিজিং করছিল তিন বখাটে। এ সময় ইভটিজিংয়ের প্রতিবাদ করে মেয়ে দুটিকে রক্ষা করতে এগিয়ে যায় সাব্বির ও তার ভাই ইমন। বখাটেরা কিশোর গ্যাংয়ের অপর সদস্যদের ফোন দিয়ে ঘটনাস্থলে ডেকে আনে। প্রায় ২০ থেকে ২৫ জন তাদের ওপর হামলা ও মারধর করে। তিনি আরও বলেন, তার ছোট ভাই ইমনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। উত্তরার একটি বেসরকারি মেডিকেল কলেজে তার চিকিৎসা চলছে। এ ঘটনায় সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ