Sobujbangla.com | গুমের শিকার ব্যক্তিদের বিষয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে সুষ্ঠু তদন্তের দাবি।
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

গুমের শিকার ব্যক্তিদের বিষয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে সুষ্ঠু তদন্তের দাবি।

  |  ১৯:৫১, আগস্ট ২০, ২০২২

এ পর্যন্ত যারা গুম হয়েছেন, তাদের বিষয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবারগুলো। মায়ের ডাক সংগঠনের ব্যানারে শনিবার (২০ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানায় নিখোঁজদের পরিবার। দ্রুত স্বজনদের কাছে তাদের প্রিয়জনদের ফিরিয়ে দেয়ার দাবিও জানানো হয়। গুমের শিকার পরিবারের সাথে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। এ সময় বক্তারা গুমের বিষয়টি জাতিসংঘের তত্ত্বাবধানে সুষ্ঠু তদন্তের আহ্বান জানান। এ সময় গুমের শিকার বাবাকে একনজর দেখার আকুতি জানায় ছোট্ট আবিদা। কান্নাজড়িত কণ্ঠে বলে, বান্ধবীরা যখন বলে তোমার বাবা কী করে? তখন কোনো উত্তর দিতে পারি না। ২০১৩ সালে আবিদার বাবা যখন নিখোঁজ হন, তখন তার বয়স ছিল মাত্র ২ বছর। এরপর বাবার পরশ ছাড়াই আবিদার বেড়ে ওঠা। শুধু আবিদাই নয়, তার মতো একই আকুতি ছিল মানববন্ধনে আসা সাফার কন্ঠেও, মাত্র ২ মাস বয়সেই পিত্রস্নেহ থেকে বঞ্চিত হয় সেও। এখনও মেলেনি প্রিয় বাবার খোঁজ। মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসিফ নজরুল বলেন, এজন্য আন্তর্জাতিক অঙ্গনে আপনাদের ভাবমূর্তি লুণ্ঠিত হচ্ছে। আপনাদেরকে অভিযুক্ত করা হচ্ছে, কেন তাদের খুঁজে পান না। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, বাংলাদেশে এখন যে দুঃসময় যাচ্ছে, গত ৫২ বছরে এত খারাপ সময় কখনো আসেনি। গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাষ্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, মায়ের ডাকের, তাদের কাছে ক্ষমা চান। তাদের সব ছেলে-মেয়ে, ভাই-বোন-স্বামীকে ফেরত দিন। আপনি যদি না জেনে থাকেন, তাহলে জেনে নিন। নিখোঁজ ব্যক্তিদের খুঁজে না পাওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণাও দেন বক্তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ