Sobujbangla.com | বরগুনার ঘটনাটি অপ্রত্যাশিত, বাড়াবাড়ি হয়েছে: বরিশাল ডিআইজি।
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

বরগুনার ঘটনাটি অপ্রত্যাশিত, বাড়াবাড়ি হয়েছে: বরিশাল ডিআইজি।

  |  ২০:০১, আগস্ট ১৭, ২০২২

বরগুনায় ১৫ আগস্ট যে ঘটনাটি ঘটেছে সেটা অপ্রত্যাশিত। বলতে গেলে ঘটনাটি বাড়াবাড়ি ও ভুল হয়েছে, এই মন্তব্য করেন বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান।  বুধবার (১৭ আগস্ট) বিকাল চারটায় তদন্তের অগ্রগতি ও আহত ব্যক্তিদের খোঁজ খবর নিতে এসে বরগুনা সার্কিট হাউজ মিলনায়তনে এ মন্তব্য করেন তিনি।  তিনি বলেন, ঘটনাটি ঘটার সাথে সাথে আমি মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি। আইজিপি স্যারের সাথে কথা বলেছি। তারা ব্যাথিত হয়েছেন। আমরা যেহেতু একটি সরকারি সংস্থা, আমাদের নিয়মের ভিতর দিয়ে যেতে হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  ডিআইজি আক্তারুজ্জামান আরও বলেন, একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে । তদন্ত শেষে সব বিষয় পরিষ্কার হবে একং সরকারের প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে অনুরোধ করছি, তদন্ত শেষ না হওয়া  পর্যন্ত আর কোন পদক্ষেপ যেন না নেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শওকত হাচানুর রহমান রিমন, বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, জেলা যুবলীগের সভাপতি রেজাউল করিম অ্যাটমসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্ধ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।  প্রসঙ্গত, ১৫ আগস্ট  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে নেতাকর্মীরা ফুল দিয়ে ফেরার পথে জেলা শিল্পকলা একাডেমির সামনে ছাত্রলীগের পদবঞ্চিতদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ইটপাটকেল ছোড়াছুড়ি শুরু হয়।  এ সময় ইটের আঘাতে পুলিশের একটি গাড়ির গ্লাস ভেঙে যায়। তখন শিল্পকলা একাডেমীর মধ্যে শোক দিবসের আলোচনা সভা চলছিল।  পরে পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত সবাইকে অবরুদ্ধ করে ফেলে এবং  ছাত্রলীগ কর্মীদের উপর লাঠিচার্জ করে। 

এ বিভাগের অন্যান্য সংবাদ