Sobujbangla.com | কাবুলে নারীদের বিক্ষোভে তালেবানের লাটিপেটা, ফাঁকা গুলি।
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

কাবুলে নারীদের বিক্ষোভে তালেবানের লাটিপেটা, ফাঁকা গুলি।

  |  ১৪:২৮, আগস্ট ১৩, ২০২২

আফগানিস্তানের রাজধানী কাবুলে নারীদেরে এক বিক্ষোভ ছত্রভঙ্গ করতে তালেবান যোদ্ধারা নারীদের মারধর, লাঠিপেটা ও ফাঁকা গুলিবর্ষণ করে। তালেবানের ক্ষমতায় ফেরার প্রথম বর্ষপূর্তির কয়েক দিনআগে শনিবার (১৩ আগস্ট) নারীদের বিরল এক বিক্ষোভে এ ঘটনা ঘটে। শিক্ষা মন্ত্রণালয় ভবনের সামনে এই বিক্ষোভে প্রায় ৪০ নারী অংশ নেন। তাদেরকে ‘রুটি, রুজি ও স্বাধীনতা’ স্লোগান দিতে শোনা যায়। এরপর ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এ সময় কয়েকজন নারী দৌড়ে পার্শ্ববর্তী দোকানে আশ্রয় নিলে তাদের ধাওয়া করে বন্দুকের বাঁট দিয়ে আঘাত করে তালেবান যোদ্ধারা। বিক্ষোভকারীদের বহন করা ব্যানারে লেখা ছিল ‘১৫ আগস্ট কালো দিন।’ বিক্ষোভে অংশ নেওয়া নারীরা কাজ করার ও রাজনীতিতে অংশগ্রহণের অধিকারের দাবি জানান। তারা ‘ন্যায়বিচার চাই, অবহেলায় আমরা ক্ষুব্ধ’প্রভৃতি স্লোগান দেন। কয়েক মাসের মধ্যে নারীদের প্রথম কোনো বিক্ষোভ ছিলএটি। এই কর্মসূচির খবর সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদেরওমারধর করে তালেবান যোদ্ধারা। ক্ষমতা দখলের পর কঠোর ইসলামিক বিধিবিধানের শিথিল ধারা মেনে চলার অঙ্গীকার করেছিল তালেবান। কিন্তু প্রতিশ্রুতি সত্ত্বেও আগের আমলের অনেক বিধিনিষেধ আবার আরোপ করেছে তালেবান। হাজারো কিশোরীর মাধ্যমিক স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে তালেবান সরকার। অনেক সরকারি চাকরিতে নারীদের ফিরতে বাধা দেওয়া হচ্ছে। দীর্ঘ সফরে নারীদের একা ভ্রমণও নিষিদ্ধ করা হয়েছে।  তারা কেবল পুরুষদের থেকে পৃথক দিনে রাজধানীর বাগান ও পার্কগুলোতে বেড়াতে যেতে পারেন। মে মাসে আফগানিস্তানের সর্বোচ্চ নেতা ও তালেবান প্রধান হাইবাতুল্লাহ আখুন্দজাদা জনসমাগমস্থলে নারীদের বোরকা পরিধান করে চলাফেরা করার নির্দেশ দেন। শুরুতে কিছু আফগান নারী এসব বিধিনিষেধের বিরোধিতা করেন এবং ছোটখাটো বিক্ষোভের আয়োজন করেন। কিন্তু কিছুদিনের মধ্যেই তাদের নেত্রীদের যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলে তালেবান।  তবে তাদের আটকের বিষয়টি অস্বীকার করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ