Sobujbangla.com | বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যেতে হবে : সিকৃবি ভিসি
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যেতে হবে : সিকৃবি ভিসি

  |  ১৬:৫১, জানুয়ারি ১৬, ২০২২

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার বলেছেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষা ও গবেষণার বিকল্প নেই। যে জাতি গবেষণায় যত বেশি মনযোগী হয়েছে সে জাতি ততবেশি অগ্রসর হয়েছে। রোববারসিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে পিএইচডি ডিসার্টেশন প্রপোজাল সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুন্ডুর সভাপতিত্বে ও সহকারী প্রফেসর পার্থ প্রতিম বর্মনের সঞ্চলনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. স্নেহাংশু শেখর চন্দ। সেমিনারে বক্তারা বলেন বাংলাদেশ এখন মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ এবং জাতীয় অর্থনীতিতে মাৎস্যখাতের অবদান ৩.৫২ শতাংশ। দেশের শতকরা ১২ভাগ লোক মাৎস্যখাতে জীবিকা নির্বাহ করে বলেও সেমিনারে জানানো হয়। এসময় গবেষণা বিষয়ক তথ্যাদি উপস্থাপন করেন পিএইচডি ফেলো মোঃ মোস্তাফিজুর রহমান এবং কাজী রাবেয়া আক্তার। সেমিনারে অন্যান্যদের মধ্যে পিএইচডির দুই সুপারভাইজর, মাৎস্যবিজ্ঞান অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মোঃ শাহাব উদ্দিন, ফিশ বায়োলজি ও জেনেটিক্স বিভাগের প্রফেসর ড. নির্মল চন্দ্র রায়, বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মেহেদী হাসান খান, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. মোস্তফা সামছুজ্জামান, বিভাগীয় চেয়ারম্যান এবং শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ