Sobujbangla.com | ঢাবিতে তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৩
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

ঢাবিতে তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৩

  |  ১৯:১৭, জানুয়ারি ০৭, ২০২২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় জামে মসজিদের সামনে টাকা তোলাকে কেন্দ্র করে তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ঢাবির এক কর্মকর্তার ছেলেসহ ১৩ জন আহত হয়েছেন। শুক্রবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। হাতিরপুল তৃতীয় লিঙ্গ গ্রুপের আহতরা হলেন- রুবি, শিহান, রানী, শিউলি, ও সাদিয়া। ঢাবি এলাকার আহতরা হলেন- মুক্তা, পিটু, রিয়া, হাবিবা, আনিকা, মুনমুন, মুন্নি ও সাদমান সাকিব। ঢাবি পুষ্টি বিভাগের কর্মকর্তা ইউনুস আলীর ছেলে সাদমান সাকিব (৩১) জানান, ঢাবি এলাকার তৃতীয় লিঙ্গ গ্রুপ ও হাতিরপুলের তৃতীয় লিঙ্গ গ্রুপের মধ্যে টাকা তোলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়। পরে আমি ঠেকাতে গেলে ঢাবি এলাকার তৃতীয় লিঙ্গ গ্রুপ আমাকে মারধর করে। এদিকে ঢাবি এলাকার তৃতীয় লিঙ্গ গ্রুপের মুক্তা জানান, হাতিরপুল এলাকা থেকে তারা আমাদের এলাকায় টাকা তুলতে আসে। এর পেছনে রয়েছে সাদমান সাকিবের হাত। আমাদের এলাকায় তারা টাকা তুলতে আসবে কেন। অপরদিকে আহত হাতিরপুল তৃতীয় লিঙ্গ গ্রুপের রুবি জানান, আমরা ঢাবি এলাকা থেকে টাকা তুলি। হঠাৎ তারা আমাদের ওপর হামলা চালায়। এতে আমিসহ আরও কয়েকজন আহত হই। তারা আমাদের সাদমান সাকিব ভাইকেও মেরে রক্তাক্ত করেছে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ঢাবিতে তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের সংঘর্ষে ১৩ জন হাসপাতালে এসেছিল। পরে চিকিৎসা নিয়ে তারা চলে গেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ