Sobujbangla.com | খালেদা জিয়া কখনো মুক্তিযোদ্ধা হতে পারেন না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

খালেদা জিয়া কখনো মুক্তিযোদ্ধা হতে পারেন না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

  |  ১৬:৩১, ডিসেম্বর ৩১, ২০২১

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, খালেদা জিয়া ৭১ এর মহান মুক্তিযুদ্ধের সময় ক্যান্টনমেন্টে নিরাপদ আশ্রয়ে ছিলেন। তিনি কখনো মুক্তিযোদ্ধা হতে পারেন না। সে সময় জিয়াউর রহমান খালেদা জিয়াকে পাকিস্তানে নিতে লোক পাঠিয়ে ছিলেন। যুদ্ধ চলাকালীন সময়ে তিনি ভয়ে নিজের নিরাপত্তার জন্য ক্যান্টনমেন্টে থেকে যান। শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জের ছাতক উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুক্তিযোদ্ধা জনতা সমাবেশ শেষে এ কথা বলেন তিনি। এর আগে সমাবেশে মন্ত্রী বলেন, ২১ বছরে বর্তমান বাংলাদেশ সরকার দেশের যে উন্নয়ন করেছে তা গত ২৯ বছরে কোনো সরকার করতে পারেনি। যুদ্ধবিধ্বস্ত দেশের উন্নয়ন করতে বঙ্গবন্ধু তার হাত দিয়ে সোনার বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করা শুরু করেন। বর্তমান সরকার বঙ্গবন্ধুর সেই আদর্শে দেশকে উজ্জীবিত করতে চায়। মুক্তিযুদ্ধে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জীবনমান উন্নয়নে সরকার মুক্তিযোদ্ধা ভাতা বৃদ্ধি করেছে। মন্ত্রী আরও বলেন, ৭১ মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্ব-জনমত অনেক ভূমিকা পালন করেছে। তৎকালীন ভারত সরকার ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধুর জীবন রক্ষায় পাশে এসে দাঁড়িয়েছিলেন। ভারত সরকার যুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশকে যে সহযোগিতা করেছ তা বাঙালী সারাজীবন মনে রাখবে। জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন, সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার হাজী নুরুল মোমেন, দোয়ারাবাজার উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার ইদ্রিস আলী বীরপ্রতীক, ছাতক উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার তোতা মিয়া।

এ বিভাগের অন্যান্য সংবাদ