Sobujbangla.com | নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতিকে ৭ প্রস্তাব ন্যাপের
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতিকে ৭ প্রস্তাব ন্যাপের

  |  ২০:০১, ডিসেম্বর ২৬, ২০২১

নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে নির্দিষ্ট আইনি কাঠামো তৈরিসহ সাত প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)। রোববার (২৬ ডিসেম্বর) বিকাল ৪টায় বঙ্গভবনে রাষ্ট্রপ্রধানকে এসব প্রস্তাব দেন দলটির নেতারা। ন্যাপের ভারপ্রাপ্ত সভাপতি আইভি আহমেদের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল এই সংলাপে অংশ নেন। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, সংলাপে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি স্বাধীন, কার্যকর ও গ্রহণযোগ্য ইসি গঠনে রাষ্ট্রপতির কাছে সাত দফা দাবি পেশ করে। প্রস্তাবগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো-সংবিধান অনুযায়ী ইসি গঠনে আইন প্রণয়ন করা, এক্ষেত্রে যোগ্য, সৎ ও জনগণের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের নিয়োগ দেয়া, জবাবদিহিমূলক কমিশন গঠন করা এবং স্বাধীনতার চেতনাবিরোধী ব্যক্তি ও রাজনৈতিক দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা। রাষ্ট্রপতি বলেন, ইসি গঠন সাংবিধানিক দায়িত্ব। গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনই সংলাপের মূল লক্ষ্য।পর্যায়ক্রমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে উপযুক্ত কমিশন গঠন সম্ভব হবে।এজন্য সব রাজনৈতিক দলে সহযোগিতা চান তিনি। সংলাপে অংশ নেয়া ন্যাপের প্রতিনিধিরা হলেন সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আবদুর রহমান, কাজী সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিক আহমেদ খান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পার্থসারথি চক্রবর্তী ও সম্পাদক মণ্ডলীর সদস্য অনিল চক্রবর্তী। গত ২০ ডিসেম্বর সংলাপের প্রথম দিনে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) অংশ নেয়।২২ ডিসেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সঙ্গে আলোচনা হয়। তৃতীয় দিনে হলো ন্যাপের সঙ্গে। ইসি গঠনে পর্যায়ক্রমে সব রাজনৈতিক দলের সঙ্গেই আলোচনা করবেন রাষ্ট্রপতি। এরই মধ্যে আরও কয়েকটি দলের সঙ্গে সংলাপের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। তবে বিএনপির বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। বর্তমান ইসির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি। এসময়ের মধ্যেই নতুন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি। যার অধীনে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।এর আগে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে সংলাপ অনুষ্ঠিত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ