Sobujbangla.com | চাঁদাবাজির মামলায় হেলেনা জাহাঙ্গীরসহ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

চাঁদাবাজির মামলায় হেলেনা জাহাঙ্গীরসহ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট

  |  ১৯:৩৪, ডিসেম্বর ২০, ২০২১

পল্লবী থানায় চাঁদাবাজির মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী ও জয়যাত্রা টিভির চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) মামলার তদন্ত সংস্থা সিআইডি পুলিশ ঢাকার মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে এ চার্জশিট দাখিল করেন। অভিযোগপত্রভুক্ত অন্য চার আসামি হলেন-জয়যাত্রা টিভির জেনারেল ম্যানেজার হাজেরা, প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান আরিফ, কো-অর্ডিনেটর সানাউল্ল্যাহ নূরী ও স্টাফ রিপোর্টার মাহফুজ শাহরিয়ার। এর মধ্যে মাহফুজ শাহরিয়ার পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। গত ২ আগস্ট পল্লবী থানায় সাংবাদিক আব্দুর রহমান তুহিন বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা করেন। মামলার অভিযোগ বলা হয়, তাকে জয়যাত্রা টেলিভিশনের প্রতিনিধি নিয়োগ করার পর প্রতি মাসে তার কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ অঙ্কের টাকা চাঁদা নেয়া হতো। মামলায় আরও বলা হয়, সরকারের অনুমোদন না থাকা সত্বেও আসামিরা জয়যাত্রা টিভি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল দাবি করে দেশের বিভিন্ন স্থানে প্রতিনিধি নিয়োগ করেন। তারা মোটা অঙ্কের টাকা জামানত হিসেবে নিয়ে প্রতারণার মাধ্যমে তা আত্মসাৎ করেন। সেইসঙ্গে তারা প্রতি মাসে প্রতিনিধিদের কাছ থেকে তিন হাজার টাকা করে চাঁদা আদায় করতেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে চার্জশিট দেয় সিআইডি। এদিকে ২৯ জুলাই রাতে রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয় হেলেনা জাহাঙ্গীরকে। পরে ওই রাতেই হেলেনা জাহাঙ্গীরের মালিকানাধীন আইপি টিভি ‘জয়যাত্রার’ কার্যালয়ে অভিযান চালায় র‍্যাবের আরেকটি দল। তখন এলিট বাহিনী জানায়, প্রতিষ্ঠানটির বৈধ কোনো কাগজ ছিল না। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন, মাদক, বন্যপ্রাণী সংরক্ষণ আইন ও বিটিআরসি আইনে মামলা করে র‌্যাব।

এ বিভাগের অন্যান্য সংবাদ