Sobujbangla.com | শ্রীপুরে অবাধে চলছে ‘অবৈধভাবে পাথর উত্তোলন’
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

শ্রীপুরে অবাধে চলছে ‘অবৈধভাবে পাথর উত্তোলন’

  |  ১৯:২৩, ডিসেম্বর ২০, ২০২১

জৈন্তাপুর উপজেলার শ্রীপুর আলু-বাগান মোকামবাড়ি এলাকায় সিলেট তামাবিল জাফলং মহাসড়কের পাশে অবস্থিত সরকারী এবং কিছু ব্যক্তি মালিকানাধীন জায়গা থেকে স্থানীয় একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন থেকে অবৈধভাবে গভীর গর্ত করে পাথর উত্তোলন কাজ অব্যাহত রেখেছে। উপজেলা প্রশাসন সম্প্রতি সময়ে দু’দফা আলু-বাগান এলাকায় অভিযান পরিচালনা করার পরও অবৈধভাবে পাথর উত্তোলন কাজ চালিয়ে যাচ্ছে। জানা গেছে, আলু-বাগান মোকামবাড়ি এলাকায় বাসিন্দা আব্দুল মোতালেব বাবু এবং আব্দুল হান্নান গং সিলেট তামাবিল জাফলং মহাসড়কের পাশের জায়গা থেকে অন্তত ৪০ থেকে ৪৫ ফুট গভীর গর্ত করে পাথর উত্তোলন কাজ চালিয়ে যাচ্ছে। এসব গর্ত থেকে পাথর উত্তোলন করে প্রতিদিন অন্তত ১৫ থেকে ২০ গাড়ি লাল পাথর বিক্রয় করা হয়। গত ৭ নভেম্বর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারুক আহমেদ জৈন্তাপুর মডেল থানা পুলিশের সহযোগিতায় এই জায়গায় অভিযান চালিয়ে আব্দুল হান্নানের একটি গাড়ি জব্ধ করেন এবং দু’টি শ্যালো মেশিন আগুন দিয়ে পুড়িয়ে দেন। পরবর্তী সময়ে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করে গাড়ি ছেড়ে দেয়া হয়। অভিযানের পর কয়েকদিন পাথর উত্তোলন কাজ বন্ধ ছিল। পরবর্তী সময়ে আবারও পাথর উত্তোলন কাজ শুরু করা হয়েছে। এলাকাবাসীসহ উপজেলার সচেতন মহলের প্রশ্ন প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিভাবে পাথর উত্তোলন করা হচ্ছে। এভাবে পাথর উত্তোলন কাজ অব্যাহত থাকলে সিলেট-তামাবিল-জাফলং মহাসড়কের আলু-বাগান অংশ অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। গভীর গর্ত করে পাথর উত্তোলন করার ফলে পাশ্ববর্তী অনেক গাছ-পালা কাটা হচ্ছে। স্থানীয় জনসাধারণ সিলেট তামাবিল মহা-সড়কের পাশ থেকে অবৈধভাবে পাথর উত্তোলন কাজ বন্ধ করতে সিলেট পরিবেশ অধিদপ্তর সহ উপজেলা প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন। জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারুক আহমেদ জানান, শ্রীপুর আলু-বাগান মোকামবাড়ি এলাকায় চলিত বছরে দু’দফা অভিযান পরিচালনা করা হয়। এই জায়গা থেকে আবারও পাথর উত্তোলন করার বিষয়ে আমাকে জানানো হয়েছে। অচিরেই এখানে অভিযান পরিচালনা করা হবে এবং রাস্তার পাশে গভীর গর্ত করে এই পাথর উত্তোলন কাজের সাথে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিগণের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ