Sobujbangla.com | ইসি গঠনে সংলাপ শুরু আজ: রাষ্ট্রপতির সঙ্গে বসছে জাতীয় পার্টি
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

ইসি গঠনে সংলাপ শুরু আজ: রাষ্ট্রপতির সঙ্গে বসছে জাতীয় পার্টি

  |  ২০:১৭, ডিসেম্বর ১৯, ২০২১

স্বাধীন, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, শক্তিশালী ও কার্যকর নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাঙ্খিত সংলাপ শুরু হচ্ছে আজ সোমবার (২০ ডিসেম্বর)। প্রথমে সংসদে প্রতিনিধিত্বকারী প্রধান বিরোধীদল জাতীয় পার্টির (জাপা) সঙ্গে  আলোচনায় বসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এদিন বিকেল ৪টায় বঙ্গভবনে এই আলাপ শুরু হবে।  রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেন। জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু জানান, দলের চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল এই আলোচনায় বসবে। জয়নাল আবেদীন জানান, নির্বাচন কমিশনে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গেই আলোচনার ইচ্ছা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি। অল্প সময়েই সংলাপ শেষ করার প্রস্তুতি রয়েছে। এ লক্ষ্যে একদিনে একাধিক দলের সঙ্গেও বৈঠক হতে পারে। আগামী মঙ্গলবার বৈঠক হবে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) (ইনু) সঙ্গে। তিনি বলেন, সংলাপের মাঝামাঝি পর্যায়ে সরকারি দল আওয়ামী লীগের সঙ্গে আলাপ অনুষ্ঠিত হতে পারে। এর আগে নবম, ১০ম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে সংলাপ হয়। রাষ্ট্রপতিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং অনধিক চারজন নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষমতা দেয়া হয়েছে। গত কয়েক মেয়াদে ‘সার্চ কমিটির’ সুপারিশের ভিত্তিতে ইসি গঠন করেন তিনি। বর্তমান ইসির পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি। এ সময়ের মধ্যেই রাষ্ট্রপতি নতুন কমিশন গঠন করবেন। তাদের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ