Sobujbangla.com | রাষ্ট্রপতিকে মুক্তিযুদ্ধে ব্যবহৃত মিগ টুয়েন্টি নাইন উপহার দিলেন ভারতের প্রেসিডেন্ট
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

রাষ্ট্রপতিকে মুক্তিযুদ্ধে ব্যবহৃত মিগ টুয়েন্টি নাইন উপহার দিলেন ভারতের প্রেসিডেন্ট

  |  ২২:৫৩, ডিসেম্বর ১৫, ২০২১

রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে বুধবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে যান সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এ সময়, রামনাথ কোবিন্দ উপহারস্বরূপ মুক্তিযুদ্ধে ব্যবহৃত একটি মিগ টুয়েন্টি নাইন ও একটি ট্যাঙ্কের রেপ্লিকা তুলে দেন রাষ্ট্রপতির কাছে।  এসব উপহার জাদুঘরে প্রদর্শন করা হবে বলে জানা গেছে। বৈঠকের পাশাপাশি কোবিন্দের সম্মানে আয়োজিত নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তিন দিনের সফরে ঢাকায় এসে ভারতের রাষ্ট্রপতি বঙ্গভবনে গেলে তাঁকে স্বাগত জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তাঁর সহধর্মিনী। পরে দুই শীর্ষ নেতা বৈঠকে বসেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, সাক্ষাতের সময় দুই রাষ্ট্রপতি দুদেশের ব্যবসা-বাণিজ্য সম্পর্ক বাড়ানোর ওপর জোর দেন। এসময় তারা এ ব্যাপারে দুই দেশেরই যৌথ উদ্যোগ আশা করেন। এরপরে, বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে স্ত্রী সবিতা কোবিন্দ ও মেয়ে স্বাতী কোবিন্দকে নিয়ে যোগ দেন রামনাথ। এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি ও জাতীয় সংসদের স্পিকারসহ মন্ত্রিপরিষদের সদস্যরা। পরে ভোজসভার পাশাপাশি শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দসহ উপস্থিত শীর্ষ নেতারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ