ধর্মপাশায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার।
প্রকাশিত হয়েছে | ১৯:৪৭, নভেম্বর ৩০, ২০২১

সুনামগঞ্জের ধর্মপাশায় নিজ বসতঘরের ভেতর থেকে চায়না আক্তার (৪২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ করেছে পুলিশ। তিনি উপজেলার জয়শ্রী ইউনিয়নের বরই গ্রামের রতন মিয়ার স্ত্রী। মঙ্গলবার সকাল ছয়টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ খালেদ চৌধুরী জানান, গৃহবধূ চায়না আক্তার সোমবার রাত অনুমানিক নয়টার দিকে নিজ বসতঘরের ঘুমিয়ে যান। রাত ১২টার দিকে পরিবারের লোকজন তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে সকালে ওই গৃহবধূর লাশটি উদ্ধার করা হয়। তিনি জানান, পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। এই মৃত্যু নিয়ে কারও কোনো অভিযোগ না থাকায় এবং ময়না তদন্ত ছাড়াই লাশ গ্রহণের আবেদন করায় গৃহবধূর লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ