খালেদা জিয়ার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ হচ্ছে।

খালেদা জিয়ার পরিপাকতন্ত্রে রক্তপাত বন্ধ করার চিকিৎসাপ্রযুক্তি দেশে না থাকায় তার সমস্যা বেড়েই চলেছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই দ্রুত চিকিৎসার জন্য চেয়ারপারসনকে বিদেশে নেয়া জরুরি বলেও জানান তিনি। রাজধানীতে শনিবার, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব দাবি করেন, “চেয়ারপারসনের এখন মূল সমস্যা পরিপাকতন্ত্রে রক্তপাত, যার চিকিৎসা দেশে নেই। এখন ঠিক কোন জায়গায় তার রক্তপাত হচ্ছে, এটাকে বের করার জন্যে আমাদের ডাক্তাররা বাংলাদেশের শ্রেষ্ঠ ডাক্তার তারা, গত কয়েকদিন ধরে তারা বিভিন্ন রকম কাজ করছেন। চিকিৎসার যে পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে তারা করেছেন। কিন্তু একটা জায়গায় এসে তারা এগোতে পারছেন না। কারণ সেই ধরনের কোনো টেকনোলজি বাংলাদেশে নাই। যে কারণে ডাক্তাররা বার বার বলছেন যে, তাকে (খালেদা জিয়া) একটা এডভান্সড সেন্টারে নেওয়া দরকার।” বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তৃতীয় বার হাসপাতালে ভর্তির পর থেকেই ডায়াবেটিস, কিডনিসহ নানা সমস্যার পাশাপাশি তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ হচ্ছে। ফলে হিমোগ্লোবিনের মাত্রা ওঠানামা করছে। এদিকে, বিদেশে চিকিৎসার জন্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে আবেদন করতে হবে, আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্য নাকচ করেন দেন বিএনপি নেতারা। সরকারের মন্ত্রীদের নানা বক্তব্যের সমালোচনা করে ফখরুল বলেন, “তাদের ন্যূনতম রাজনৈতিক শিষ্টাচার তো নেই, মানবিক বোধও নেই। তাদের এত বেশি দাম্ভিকতা যে তারা যে কোনো ব্যক্তি সম্পর্কে বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে কটূক্তি করতে এতটুকু দ্বিধা করেন না। নেতারা বলেন, সরকারের কাছে দাবি জানিয়ে খালেদা জিয়ার মুক্তি বা বিদেশে চিকিৎসার অনুমতি মিলবে না। দাবি আদায়ে রাজপথের কর্মসূচি চান তারা। দুর্নীতির দুই মামলায় দণ্ড নিয়ে কারাগারে যাওয়া খালেদা জিয়া সরকারি আদেশে মুক্ত থাকার মধ্যে এখন অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছেন।