Sobujbangla.com | ভোটের অপেক্ষায় সিলেটের ৭৭ ইউনিয়ন।
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

ভোটের অপেক্ষায় সিলেটের ৭৭ ইউনিয়ন।

  |  ১৯:১৯, নভেম্বর ২৭, ২০২১

চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে সিলেটের ৭৭টিও রয়েছে। আগামীকাল রোববার এসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে কাল রাত থেকে বন্ধ হয়ে গেছে প্রচারণা। এখন অপেক্ষা ভোটগ্রহণের। দেশে তৃতীয় ধাপের ইউপি নির্বাচন রোববার। এ ধাপে সিলেট বিভাগের ৭৭টি ইউপি রয়েছে। এর মধ্যে সিলেট জেলার ১৬টি, সুনামগঞ্জের ১৭টি, মৌলভীবাজারের ২৩টি এবং হবিগঞ্জ জেলার ২১টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে। রোববার সকাল ৮টা থেকে এসব ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা অবধি চলবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে, এসব ইউনিয়নে শুক্রবার দিনগত মধ্যরাত ১২টা থেকে সব ধরনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা বন্ধ হয়ে গেছে। কাউকে প্রচারণায় পেলে ব্যবস্থা গ্রহণ করবেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে খোঁজ নিয়ে জানা গেছে, গোপনে অনানুষ্ঠানিক প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। তারা সরাসরি মাঠে না থাকলেও তাদের অনুসারীদের দিয়ে এই প্রচারণা চালানো হচ্ছে। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, তৃতীয় ধাপে সিলেট বিভাগের ৭৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪০৯ প্রার্থী রয়েছেন। প্রার্থীদের মধ্যে ১১৬ জন দলীয় প্রতীকে এবং ২৯৩ জন স্বতন্ত্র থেকে লড়ছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ