৬ দাবিতে কর্মবিরতিতে যাচ্ছেন পাঠাও-ওভাই চালকরা

যাত্রীদের দ্রুত গন্তব্য স্থলে পৌঁছে দেওয়া রাইড শেয়ারিং পাঠাও এবং ওভাই কমিশন কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্তকে শুভঙ্করের ফাঁকি আখ্যায়িত করে পুলিশি হয়রানির অবসান ঘটানোসহ ৬ দাবিতে আগামী রোববার (২৮ নভেম্বর) থেকে দুই ঘণ্টার জন্য কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে রাইড শেয়ারিং চালকরা। বুধবার (২৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে পাঠাও জানায়, বৃহস্পতিবার থেকে পিক আওয়ারে (সকাল ৮টা থেকে ১১টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা) পর্যন্ত ১০ শতাংশ এবং অফ-পিক আওয়ারে ১৫ শতাংশ কমিশন কার্যকর হবে। আরেক রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ওভাই সিএনজি চালিত অটোরিকশার জন্য ৫ থেকে ১০ শতাংশ হারে কমিশন নেবে। প্রতিষ্ঠানটি ঢাকার মধ্যে কার রাইডের ক্ষেত্রে ১৫ শতাংশ এবং ঢাকার বাইরে চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটে ১০ শতাংশ হারে কমিশন নেওয়ার কথা জানিয়েছে।