Sobujbangla.com | দিন-দুপুরে অস্ত্র হাতে মহড়া দেয় ওরা।
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

দিন-দুপুরে অস্ত্র হাতে মহড়া দেয় ওরা।

  |  ১৯:৩৫, নভেম্বর ২৩, ২০২১

কিশোর গ্যাংগুলোর দৌরাত্ম্যে ক্রমেই অতিষ্ঠ হয়ে উঠছেন রাজধানীর বিভিন্ন এলাকার জনগণ। দিন-দুপুরে অস্ত্র নিয়ে মহড়া, মাদক কারবার আর খুনের মতো ঘটনায় জড়িয়ে পড়ছে এই কিশোররা। এক এলাকার গ্যাংয়ের সদস্য ভাড়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় অন্য এলাকায়। ভয়ে মুখও খুলতে চান না স্থানীয় মানুষ। রাজধানীতে অভিযান চালিয়ে গ্যাং এর ৯ সদস্যকে আটক করেছে র‍্যাব। রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাং এর তাণ্ডব সহ্যের সীমা ছাড়িয়েছে। দিন-দুপুরে প্রকাশ্যে ধারালো অস্ত্র হাতে তাদের মহড়া প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মাদক কারবার, ছিনতাইয়ের মতো ঘটনায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে কিশোররা। এমনকি মানুষ খুনের মতো অপরাধেও জড়িয়ে পড়ছে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্র হাতে নানা অঙ্গভঙ্গি এবং হুমকি ধমকিও দিচ্ছে গ্রুপগুলো। এদের ভয়ে, আতঙ্কে মুখ খোলেন না অনেকে। এবার এক ছিনতাই এর ঘটনাকে কেন্দ্র করে অভিযান চালায় র‍্যাব। রায়ের বাজার সাত মসজিদ এলাকা থেকে আটক করা হয় ৯ জনকে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দেশি অস্ত্র ও মাদক। র‍্যাব জানায়, ভাইরাল গ্যাং নামের এই গ্রুপটিতে রয়েছে ১৫ থেকে ২০ জন। এরা ভাড়ায় রাজধানীর বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, ‘এই গ্রুপের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, টিকটক ইত্যাদি বিভিন্ন স্থানে আমরা তাদের বিভিন্ন ফুটপ্রিন্ট পেয়েছি। বিভিন্ন ধরনের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য তারা টিকটক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রদান করেছে। পাশাপাশি মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে অংশ নিয়েছে বলে তারা প্রাথমিকভাবে বলেছে। এদের মধ্যে মোহনের নামে মামলা রয়েছে এবং অন্য অন্য কারও নামে আমরা এখনো কোনো মামলা পাইনি।’ র‍্যাব জানায়, রাজধানীজুড়ে এই গ্যাং নির্মূলে কাজ করছেন তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ