খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে আইনজীবী ফোরামের স্মারকলিপি।

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী,বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নতমানের চিকিৎসা সুনিশ্চিত করার দাবিতে সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিট। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন- আইনজীবী ফোরামের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন,ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল আহমদ চৌধুরী,সিনিয়র এডভোকেট আব্দুল গফফার,ফোরামের সিনিয়র সহসভাপতি এডভোকেট আতিকুর রহমান শাবু,এডভোকেট মো.কামাল হোসেন,এডভোকেট আব্দুল মুকিত জাহাঙ্গীর,এডভোকেট মহসিন আহমদ চৌধুরী,ফোরামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মো.এজাজ উদ্দিন,এডভোকেট কবির আহমদ বাবর,এডভোকেট আল আসলাম মুমিন,এডভোকেট মো. খালেদ আহমদ জুবায়ের,এডভোকেট সাঈদ আহমদ,এডভোকেট ইকবাল আহমদ,এডভোকেট আলী হায়দার ফারুক,এডভোকেট মোস্তাক আহমদ,এডভোকেট জাফর ইকবাল তারেক,এডভোকেট সাজেদুল ইসলাম সজীব,এডভোকেট নাদিরা আক্তার চৌধুরী,এডভোকেট মিজানুর রহমান এবং ফোরামের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো.তানভীর আখতার খান। স্মারকলিপিতে উল্লেখ করা হয়,ফৌজদারী কার্যবিধির ৪০১ এর ১ উপধারা মোতাবেক সরকার যে কোন সময় শর্তহীনভাবে নতুন প্রজ্ঞাপন জারী করে অথবা ফৌজদারী কার্যবিধির ৪০-এর ৬ উপধারা মোতাবেক বিশেষ আদেশ দ্বারা বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে পারেন। স্মারকলিপিতে আরো বলা হয়, এভারকেয়ার হাসপাতালের সিসিইউ ইউনিটে ভর্তি বেগম খালেদা জিয়ার অবস্থা গুরুতর। তাঁর চিকিৎসায় দায়িত্বরত বিশেষজ্ঞ চিকিৎসকগণ বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নতমানের চিকিৎসা প্রদান করার অভিমত প্রদান করেছেন।