Sobujbangla.com | জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় এতিমখানার দুই ছাত্র নিহত।
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় এতিমখানার দুই ছাত্র নিহত।

  |  ২০:১৭, নভেম্বর ২২, ২০২১

জয়পুরহাটে ধান বোঝাই ট্রাকের ধাক্কায় ভ্যানের যাত্রী এতিমখানার দুই ছাত্র নিহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। সোমবার (২২ নভেম্বর) বিকালে সদর উপজেলার আমদই কেন্দুলের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত একজনকে বগুড়া হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। নিহত ছাত্ররা হলো- জিহাদ হোসেন (১৬) ও আব্দুল্লাহ জেলার পাঁচবিবি উপজেলার শাইলট্রি মোড়ের লিল্লাহ বোডিং এতিমখানার ছাত্র। আহতরা হলো- আজিম (৭), তাসিন (৮), সানাউল (২০), রিহান (১২), ওমর ফারুক (৯), আসমতুল্লাহ (১২) ও ছাইদুর জামান (১২)। তারা সকলেই ওই এতিমখানার শিক্ষার্থী। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, জেলার পাঁচবিবি উপজেলার শাইলট্রি মোড়ের লিল্লাহ বোডিং এতিমখানার ১০ জন শিক্ষার্থী আমদইয়ের কেন্দুল এলাকায় এতিমখানার জন্য ধান-চাল আদায় করতে এসেছিলেন। আদায় শেষে ভ্যান যোগে এতিমখানায় ফিরছিলেন। পথে কেন্দুল মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা ধান বোঝাই একটি ট্রাক ভ্যানকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই মৃত্যু হয় জিহাদের ও উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আব্দুল্লাহর মৃত্যু হয়। জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেওয়ার পথে এতিমখানার ওই দুই শিক্ষার্থী নিহত হয়েছে। অন্য আহতরা জয়পুরহাট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ