Sobujbangla.com | বিএনপির সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ৩৫
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

বিএনপির সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ৩৫

  |  ২০:০৮, নভেম্বর ২২, ২০২১

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বিভিন্ন জেলায় বিএনপির সমাবেশে বাঁধা দিয়েছে পুলিশ। হয়েছে লাঠিচার্জও। কোথাও কোথাও সংঘর্ষেও জাড়ায় নেতাকর্মীরা। এতে পুলিশ সংবাদিকসহ আহত হয়েছে অন্তত ৩৫ জন। নাটোরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি কার্যালয়ের সামনে জাড়ো হতে থাকে নেতাকর্মীরা। সেসময় হঠাৎই পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বাক-বিতণ্ডা শুরু হয়। তা মুহুর্তেই রূপ নেয় সংঘর্ষে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে লাঠি চার্জ ও পরে কয়েক রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট ছোঁড়ে পুলিশ। এতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক বাপ্পি লাহিড়ী ও নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনছুর রহমানসহ অন্তত ২০ জন আহত হয়। পরে বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে জেলা যুবদলের সভাপতি ডালিমসহ ৪ জনকে আটক করে পুলিশ। খুলনা কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের আশপাশও সকাল থেকে ছিল উত্তপ্ত। নেতাকর্মীরা মিছিল করতে চাইলেই আসে পুলিশের বাঁধা। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে উত্তেজনা ছড়ায় পুরো এলাকায়। ছোরা হয় রাবার বুলেট। এতে ৪ ফটোসাংবাদিকসহ আহত হয় অন্তত ১৫ জন। বরিশাল সদর রোডের কার্যালয়ের সামনে সকাল থেকে জড়ো হতে থাকে বিএনপি নেতাকর্মীরা। ব্যানার ফেস্টুন নিয়ে দলীয় কার্যালয়ের সামনে যেতে চাইলে বাঁধা দেয় পুলিশ। পরে অনুষ্ঠিত হয় সমাবেশ। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে ময়মনসিংহ, রংপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, ফরিদপুর হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ